- Home
- Entertainment
- Bollywood
- ২০২০ সালে কত টাকা উপার্জন করলেন শাহরুখ, বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ কত কোটি টাকা
২০২০ সালে কত টাকা উপার্জন করলেন শাহরুখ, বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ কত কোটি টাকা
লকডাউনে নেই উপার্জন, আর্থিক পরিস্থিতি নিয়ে জেরবার হাজার হাজার সাধারণ মানুষ। আর তারই মাঝে কত কোটি কামিয়ে ফেললেন শাহরুখ খান! বছর শেষে ব্যাঙ্কের খাতায় মোট কত টাকা এনট্রি করালেন তিনি, দেখে নেওয়া যাক...
17

শাহরুখ খান বলিউডের দুই খানের থেকে অনেকটাই বেশি রোজগার করে থাকেন।
27
ব্র্যান্ড থেকে শুরু করে তাঁর প্রোডাকশন হাউস, পাশাপাশি তাঁর নিজের সম্পত্তির পরিমাণ, এক কথায় চোখ ধাঁধানো অঙ্ক।
37
শাহরুখ খান স্পষ্ট ভাষায় বলতে গেলে সলমন খানের দ্বিগুণ আয় করে থাকেন। সলমন খান বর্তমানে ২৩০৪ কোটি টাকার মালিক।
47
২০২০ সালের পর শাহরুখ খান ৫১৩১ কোটি টাকার মালিক। শুধু তাই নয়, শুধু চলতি বছরই তাঁর আয় হয়েছেন ৯০ মিলিয়ন ডলার।
57
প্রতিবছরই শতকরা ৮ শতাংশ হারে বাড়তে থাকে শাহরুখ খানের মোট আয়। মাস পিছু আয় হয় ২৫ কোটি টাকা।
67
বছরে শাহরুখ খানের কম বেশি আয় দাঁড়ায় ৩০০ কোটি টাকা। যার বেশিরভাগটাই বর্তমানে আসে তাঁর সংস্থা ও বিজ্ঞাপন থেকে।
77
শাহরুখ খানের মুম্বইয়ের ভিলা মন্নত, তারই বর্তমান মূল্য এখন দাঁড়িয়েছে ২৫০ কোটি টাকা।
Latest Videos