- Home
- Entertainment
- Bollywood
- সুশান্তের শেষ ছবি প্রেক্ষাগৃহে কেন মুক্তি পাবে না, প্রয়াত অভিনেতার কি এটা প্রাপ্য নয়
সুশান্তের শেষ ছবি প্রেক্ষাগৃহে কেন মুক্তি পাবে না, প্রয়াত অভিনেতার কি এটা প্রাপ্য নয়
- FB
- TW
- Linkdin
লকডাউনের কারণে বন্ধ হয়ে গিয়েছিল প্রেক্ষাগৃহ। বলিউড ছবির মুক্তি সম্প্রতি শুরু হয়েছে অনলাইনে। কখনও হটস্টার, কখনও অ্যামাজন, কখনও নেটফ্লিক্স।
ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তি নিয়ে যদিও বিরোধিতা করেছিলেন বলিউডের প্রযোজক-পরিচালকরা। গুলাবো সিতাবো, বুলবুল, অনলাইনে মুক্তি পাওয়ার পর অক্ষয় কুমারের বহু প্রতিক্ষিত ছবি লক্ষ্মী বম্বও মুক্তি পাবে ওটিটি-তে।
সুশান্তের মৃত্যুর পর তাঁর শেষ ছবি 'দিল বেচারা' অনলাইনে মুক্তি পাবে, এই আশঙ্কা করে সপ্তাহখানেক আগেই প্রতিবাদ শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সুশান্তের শেষ ছবি প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে তা সে যতই দেরি হোক না কেন।
সম্প্রতি জানা গিয়েছে, হটস্টারে আগামী মাসের ২৪ তারিখ মুক্তি পাবে দিল বেচারা। এই ঘোষণার পর থেকেই প্রতিবাদের ঝড়ের গতি যেন ক্রমশ বেড়েই চলেছে।
নেটিজেনের দাবি, "সুশান্ত আর নেই, তাঁর শেষ ছবি কি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল না। এতটুকু কি সুশান্তের জন্য করা যেত না। প্রেক্ষাগৃহে শেষ ছবি মুক্তি পাওয়ার যোগ্যতা তাঁর ছবির ছিল।"
কবীর সিং, বাজিরাও মস্তানি, গোলিও কি রাসলীলা রামলীলা, হাফ গার্লফ্রেন্ডের মত বড় বাজেটের ছবিগুলি হাতছাড়া হয়েছিল সুশান্তের। সূত্রের খবর, হাতছাড়া হওয়ার কারণ ছিল বলিউডের অরাজকতা।
রণবীর সিং, শাহিদ কাপুর, অর্জুন কাপুর, এঁরা কেউই বি-টাউনের আউটসাইডার নয়। রণবীর সিং সোনম কাপুর এবং অর্জুন কাপুরের এক রকমের ভাই। অন্যদিকে পঙ্কজ কাপুরের ছেলে শাহিদ।
সুশান্তের অভিনয় দক্ষতা থাকলেও এই ছবিগুলি তাঁর হাতছাড়া হয় বলিউডের অরাজকতার কারণে। এমনটাই বিশ্বাস করে জনা কয়েক তারকা সহ নেটিজেনরা।
দিল বেচারা অন বিগস্ক্রিনের হ্যাশট্যাগে ট্রেন্ড এসে গিয়েছে ট্যুইটারে। এই হ্যাশট্যাগের সাহায্যেই প্রতিবাদ করে চলেছে সুশান্ত ভক্তরা। অনলাইন মুক্তি হতে দেবে না তারা। এমনই দাবি তারা জানাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।