- Home
- Entertainment
- Bollywood
- পার্টিতে গণধর্ষণ করে খুন করা হয়েছে দিশাকে, প্রত্যক্ষদর্শীর বয়ানে ছড়ালো চাঞ্চল্য
পার্টিতে গণধর্ষণ করে খুন করা হয়েছে দিশাকে, প্রত্যক্ষদর্শীর বয়ানে ছড়ালো চাঞ্চল্য
- FB
- TW
- Linkdin
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার কয়েকদিনের মাথাতেই একাধিক নয়া মোড় নিয়ে তদন্তেকে এগিয়ে চলে বিহার পুলিশ।
তখনই প্রথম সামনে আসে দিশার মৃত্যুর একাধিক ফাইল নেই মুম্বই পুলিশের কাছে। সেখান থেকে সূত্রপাত একাধিক প্রশ্নের, শুরু হয় নয়া জল্পনা। তবে কি দিশার মৃত্যু আত্মহত্যা আত্মহত্যা ছিল না? উঠে প্রশ্ন।
কেন সঠিক সময়ে করা হয়নি ময়নাতদন্ত? কেনই বা এই হত্যা নিয়ে মুখ খুলতে নারাজ বাড়ির সকলে, কেন সুশান্তকে চলে যেতে হল!
তবে কি দিশার মৃত্যু নিয়ে সত্যি কিছু জানতে পেরেছিলেন অভিনেতা! এবার সেই দিশা আত্মহত্যা তদন্তের উঠে এলো নয়া তথ্য।
বিস্ফোরক বয়ান দিলেন মৃত্যুর আগের রাতের পার্টিতে উপস্থিত থাকা ঘটনার প্রত্যক্ষদর্শী। সাফ জানিয়েছেন দিশা কে ধর্ষণ করে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শী এবার সামনে আনলেন ভয়াবহ তথ্য... এদিন সাফ জানিয়ে দিলেন মৃত্যুর আগের দিন রাতে হওয়া বাড়ির পার্টিতে দিশাকে গণধর্ষণ করা হয়েছে।
এখানেই শেষ নয় পার্টিতে উপস্থিত থাকা চারজন ব্যক্তি ধর্ষণের পর খুন করেন দিশাকে। এমনই বয়ান সামনে আসতেই আবারও শুরু হল শোরগোল।
বয়ানের ভিত্তিতেই উঠে আসে নয়া তত্ত্ব, এতদিন তবে কেন চাপা পড়েছিল এই কেস! কেন ২৪ ঘণ্টার মধ্যে ময়নাতদন্ত করা হয়নি!
প্রত্যক্ষদর্শীর কোথায় সেদিন পার্টিতে দিশার চিৎকার ঢাকার জন্য রীতিমতো জোরে গান বাজানো হয়েছিল। পার্টিতে উপস্থিত ছিলেন মোট ৬ জন। এই ছয়জনের মধ্যে কি উপস্থিত ছিলেন ডিয়ার হবু বর রোহান রায় উঠছে প্রশ্ন!