আইটেম ডান্স করলে শেষ হযে যাবে কেরিয়ার, হট ফিগার, পার্ফেক্ট বডি নিয়েও কেন এই ওয়ার্নিং পেয়েছিলেন নোরা
First Published Feb 10, 2021, 9:14 AM IST
কেরিয়ারের শুরুতেই বেজায় বিপাকে পড়তে হয় নোরাকে। ছিল বলিউডে প্রবেশ করার মত সব কিছুই। কিন্তু হাতে আসেনি কোনও প্রস্তাব। যার ফলে নিজেকে আমুল বদলে ফেলেন নোরা। নিতম্ব থেকে শুরু করে বক্ষযুগল, পাল্টেছে সেপ, পাল্টেছে লুক, তবুও কেন এমন কথা শুনতে হয়েছিল নোরাকে!

বলিউডে কেরিয়ার তৈরি করার স্বপ্ন বুকে নিয়ে প্রতি নিয়ত হাজার হাজার মানুষ পা রাখেন টিনসেল টাউনে। নোরা ফাতেহি তাদের মধ্যেই একজন।

ইচ্ছে ছিল অভিনেত্রী হবেন তিনি। বলিউডে তৈরি করবেন নিজের কেরিয়ার। কিন্তু বদলে মিলল কেবল মাত্র আইটেম ডান্স। নোরার নাচে মুগ্ধ হল টিনসেল টাউন।

ঘনিষ্ট মহল ও বন্ধুরা বারে বারে নোরাকে মানা করতে থাকে একই কথা বলে, একবার আইটেম ডান্সে নাম লেখালে আর হওয়া হয়ে উঠবে না অভিনেত্রী।

পলকে শেষ হয়ে যাবে কেরিয়ার। এই উপদেশ শুনতে নারাজ ছিলেন নোরা। যা সুযোগ পাওয়া যায় তাকেই কাজে লাগাতে চেয়েছিলেন তিনি।

অভিনেত্রী না হোক অন্তত জনপ্রিয় তো হবেন নোরা। এমনই মন্তব্য করে বলিউডে এগিয়ে চলেন নোরা ফাতেহি।

এরপর আসে পালা বদলের পালা। নিজেকে আমুল বদলে ফেলেন তিনি। যার যেরে একাধিকবার বিতর্কের মুখেও পড়তে হয় তাঁকে।

নিতম্ব থেকে শুরু করে বিগ সাইজের স্তন যুগল, কী কী না ইনভেস্ট করছেন নোরা বিটাউনের নজর কাড়তে।

বর্তমানে আইটেম ডান্সে জনপ্রিয়তার চরমে থাকা এই তারকা এখনও ছুঁতে পারেননি নিজের স্বপ্নকে। অধরাই থেকে গিয়েছে মনের মধ্যে একাধিক বাসনা।

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?