বলিউডে পা রেখেই প্রতারণার শিকার নোরা, আজও মেলেনি প্রাপ্য ২০ লক্ষ টাকা
নোরা ফাতেহি বলিউডে পা রেখেই যে নিজের পরিচিতি তৈরি করে ছিলেন এমনটা নয়। প্রথম থেকেই তাঁর ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার কিন্তু সুযোগ না মেলায় তিনি বিজ্ঞাপন থেকে শুরু করে ডান্স আইটেম, সবেতেই কাজ করেন। তবে প্রথমে পরিস্থিতির সঙ্গে বেজায় মোকাবিলা করতে হয়েছিল নোরাকে।
19

পরিবারের সকলেই চাইতেন নোরা সাধারাণ চাকরি করুক। কিন্তু নোরা টিভি দেখেই নাচের অনুশীলন শুরু করেন।
29
ছোট থেকেই তাঁর স্বপ্ন ছিল তিনি বলিউডের নায়িকা হবেন। কিন্তু সেই সুযোগ প্রথমেই আসে না নোরার কাছে।
39
এক বিজ্ঞপনের মধ্যে দিয়ে কেরিয়ার শুরু হয়। যদিও নোরা ফাতেহি ভারতের এক অন্যতম জনপ্রিয় মডেল হিসেবে নিজেকে তুলে ধরেন।
49
তবে নোরার স্বপ্ন সত্যি হতে বেশিদিন সময় লাগেনি। বর্তমানে বলিউডের টপ আউটেম ডান্সার যেমন তিনি, তেমনই অভিনয় জগতেও তাঁর হাতে খড়ি হয়ে গিয়েছে।
59
নোরা যে কোনও নাচই করুক না কেন, তাতে এক বিশেষ ট্রিক ব্যবহার করতেই বেশি পছন্দ করেন। কিন্তু আর্থিকভাবে প্রথম থেকে স্বচ্ছল ছিলেন না নোরা।
69
প্রথম দিকে বিজ্ঞাপনে কাজ করার পরও মিলত না টাকা। ২০ লক্ষ টাকা পাননি তিনি। তবুও থেমে থাকেনি তাঁর পথ।
79
তবে তা নিয়ে কোনও আক্ষেপই নেই নোরার। নিজের কাজ তিনি চালিয়ে গিয়েছেন। স্বপ্ন বুকে নিয়ে আর্থিক কষ্টকে পেরিয়েছিলেন অভিনেত্রী।
89
তবে বলিউডে এই ছবি খুব চেনা। বহু তারকাই কাজ করার পর সেভাবে টাকা পান না। বিশেষ করে যাঁরা নতুন কাজ করতে আসছেন।
99
নোরার মত এমন বহু তারকাই রয়েছেন যাঁরা প্রথম জীবনে প্রতারিত হয়েছেন বিভিন্ন ভাবে। কখনও মেলেনি পরিশ্রমের টাকা, কখনও মেলেনি পরিচিতি।
Latest Videos