D-ফর দীপিকা, মাদক চাইছেন অভিনেত্রী, হোয়াটস অ্যাপ চ্যাটে তথ্য ফাঁস, সমন পেলেন ম্যানেজার

First Published 22, Sep 2020, 12:38 AM

এবার এনসিবির মুখে পড়তে চলেছেন দীপিকা পাড়ুকোনের ম্যানেজার। রিয়া চক্রবর্তী আটকের পর থেকে একের পর এক বলিউড সেলেবদের নাম উঠে আসছে প্রকাশ্যে। মাদক চক্রে জড়িয়ে একাধিক স্টার, এবার নাম এলো দীপিকা পাড়ুকোনের। 

<p>এনসিবির নজরে এখন বলিউড। রিয়া চক্রবর্তী গ্রেফতারের পর থেকেই নয়া মোড় নিয়েছে বলিউড কন্ট্রোভার্সি।</p>

এনসিবির নজরে এখন বলিউড। রিয়া চক্রবর্তী গ্রেফতারের পর থেকেই নয়া মোড় নিয়েছে বলিউড কন্ট্রোভার্সি।

<p>একের পর এক তারকার নাম উঠে আসছে মাদক চক্রে। সেই তালিকাতেই এবার নাম জড়ালো দীপিকা পাড়ুকোন।&nbsp;</p>

একের পর এক তারকার নাম উঠে আসছে মাদক চক্রে। সেই তালিকাতেই এবার নাম জড়ালো দীপিকা পাড়ুকোন। 

<p>কয়েকদিন আগেই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের খোঁজ মেলে। যেখানে বিভিন্নজনের মধ্যে মাদক নিয়ে কথোপকথন হয়ে থাকে।&nbsp;</p>

কয়েকদিন আগেই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের খোঁজ মেলে। যেখানে বিভিন্নজনের মধ্যে মাদক নিয়ে কথোপকথন হয়ে থাকে। 

<p>সেখানে ডি নামে একজন মাদক চেয়ে ম্যাসেজ করে। এবার প্রকাশ্যে এলো এই ডি নামটি কার। তিনি হলেন বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোন।&nbsp;</p>

সেখানে ডি নামে একজন মাদক চেয়ে ম্যাসেজ করে। এবার প্রকাশ্যে এলো এই ডি নামটি কার। তিনি হলেন বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোন। 

<p>সেখানে তিনি কে নামক এক ব্যক্তিকে মাদকের খোঁজ করতে বলেন। তিনি অমিত বলে একজন ড্রাগ সরবরাহকারির খোঁজও দেন।&nbsp;</p>

সেখানে তিনি কে নামক এক ব্যক্তিকে মাদকের খোঁজ করতে বলেন। তিনি অমিত বলে একজন ড্রাগ সরবরাহকারির খোঁজও দেন। 

<p>সেই ডি হলেন দীপিকা ও কে হলেন তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশ। তিনি এবার পেলেন এনসিবির সমন।&nbsp;</p>

সেই ডি হলেন দীপিকা ও কে হলেন তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশ। তিনি এবার পেলেন এনসিবির সমন। 

<p>মঙ্গলবার তাঁকে এনসিবি-র দফতর থেকে ডেকে পাঠানো হয়েছে। সেখানেই হাজির হলেন এবার তিনি।&nbsp;</p>

মঙ্গলবার তাঁকে এনসিবি-র দফতর থেকে ডেকে পাঠানো হয়েছে। সেখানেই হাজির হলেন এবার তিনি। 

<p>তাই নয়া মোড়ে এখন দীপিকা। ২০১৭ সালের এই চ্যাট বর্তমানে ঝড় তুলেছে নেট দুনিয়ায়।&nbsp;</p>

তাই নয়া মোড়ে এখন দীপিকা। ২০১৭ সালের এই চ্যাট বর্তমানে ঝড় তুলেছে নেট দুনিয়ায়। 

loader