- Home
- Entertainment
- Bollywood
- প্রকাশ্যে অজয়ের ঠোঁটে চুমু, অভিষেকের পাশে দাঁড়িয়ে এ কি করলেন বচ্চনবধূ, ক্যামেরায় রহস্য ফাঁস
প্রকাশ্যে অজয়ের ঠোঁটে চুমু, অভিষেকের পাশে দাঁড়িয়ে এ কি করলেন বচ্চনবধূ, ক্যামেরায় রহস্য ফাঁস
অজয় দেবগণ ও ঐশ্বর্য রাই বচ্চন, বলিউডের এই সমীকরণ খুব একটা কানে আসে না। কারণ এই দুই নিয়ে খুব একটা কথা হয় না বলিউডে। অথচ এই দুই প্রকাশ্যে এ কি কাণ্ড ঘটালেন, যা দেখে অবাক হয়ে গেল নেট দুনিয়া!
| Published : Feb 26 2021, 11:48 AM IST
- FB
- TW
- Linkdin
)
ঐশ্বর্য রাই বচ্চন, একাধিকবার চুমু বিতর্কে জড়িয়েছে এই অভিনেত্রীর নাম। কখনও পর্দার সামনে কখনও আবার পেছনে।
)
অমিতাভ বচ্চনের সঙ্গে মদ্যপ অবস্থায় চুমুর ভিডিও আজও সকলের হাতে হাতে ঘোরে। প্রকাশ্যে অমিতাভের ঠোঁটে চুমু বসিয়েছিলেন রাই সুন্দরী।
)
এখানেই শেষ নয়, এরপর আসে হৃত্বিক রোশন বিতর্ক, ধুম ২ ছবিতে তাঁর সঙ্গে হৃত্বিকের চুম্বনও যথেষ্ট ঝড় তোলে নেট দুনিয়ায়।
)
অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির সেট জুড়ে থাকা ঐশ্বর্যের হট দৃশ্যও সংঘাত তুলেছিল বচ্চন পরিবারেও।
)
এমন কি কথা গড়িয়েছিল ডিভোর্স পর্যন্তও। মোটেই তা ভালো চোখে দেখেননি পরিবারের কেউ।
)
যদিও এই বিতর্ক কিছুতেই ঐশ্বর্যের জীবব থেকে পিছু ছাড়ছে না। একবার এক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে ভয়াবহ কাণ্ড ঘটল।
)
অভিষেকের হাত ধরে দাঁড়িয়ে ছিলেন ঐশ্বর্য। এই দম্পতিকে দেখে অনেকেই আসছেন কথা বলতে।
)
সেদিন ঠিক একইভাবে এগিয়ে এসেছিলেন অজয় দেবগণ। ঐশ্বর্য তখন অভিষেকের হাত ধরে রয়েছে।
)
এমনই অবস্থায় হঠাৎ অজয়ের ঠোঁটে চুমু বসিয়ে দেন ঐশ্বর্য। দেখে অবাক সকলে। মুহূর্তে সেই ছবি হয় ক্যামেরা বন্দি। ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
)
যদিও পরবর্তীতে সেই ছবি থেকেই উদ্ধার হয় সত্য ঘটনা। তাঁরা একে অন্যকে জড়িয়ে ধরতে দিয়েছিলেন। কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেলে তা মনে হয় চুমু।
)
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।