- Home
- Entertainment
- Bollywood
- একসময় শ্যুটিং-এর জন্য অমিতাভ-জয়া পা রেখেছিলেন এই বিলাসবহুল বাংলোয়, বর্তমানে সেই বাড়িতেই সংসার সেলেব জুটির
একসময় শ্যুটিং-এর জন্য অমিতাভ-জয়া পা রেখেছিলেন এই বিলাসবহুল বাংলোয়, বর্তমানে সেই বাড়িতেই সংসার সেলেব জুটির
- FB
- TW
- Linkdin
অমিতাভ বচ্চনের জলসা জুহুতে এক কথায় একদর্শণীয় স্থান। যাঁরাই জুহুতে যান তাঁরাই শাহেনশার এই আলিশান বাংলো একবার চাক্ষুস করে আসেন। আর রবিবার হলে তো বলাই বাহুল্য, খোদ অমিতাভ হাজির হয়ে যান জলসার সামনে।
এক সময় শ্যুটিং-এর জন্য অমিতাভ-জয়া পা রেখেছিলেন এই বিলাসবহুল বাংলোয়, বর্তমানে সেই বাড়িতেই সংসার সেলেব জুটির
তবে এই বাংলোই এক সময় ছিল শ্যুটিং-একর জন্য বিটাউনে বিখ্যাত। আনন্দ থেকে শুরু করে চুপকে চুপকে এখানেই হয়েছিল শ্যুটিং।
জয়ার হাত ধরে অমিতাভ তখন এখানে এসেছিলেন শ্যুটিং-এর কাজে। তবে বর্তমানে সেই বাড়ি জয়াকে উপহার দিয়েছেন অমিতাভ। জলসাতেই পেতেছেন সংসার।
অমিতাভ বচ্চনের জুহুর বাংলোর নাম যে জলসা তা জানতে কোনও ভক্তরই বাকি নেই। তবে এই এলাহি বাংলো কিন্তু কিনতে হয়নি অমিতাভ বচ্চনকে।
অমিতাভ বচ্চন থাকতেন প্রতিক্ষা বলে এক বাংলোতে। যা জলসা থেকে ১ কিলোমিটারের দুরত্বে অবস্থিত। আজও সেই বাংলো অমিতাভের খুব কাছের।
প্রতিজ্ঞাতে থাকার সময়ই সত্তে পে সত্তা ছবির প্রস্তাব আসে অমিতাভের কাছে। সেই ছবিতে অভিনয় করে সকেলর মন জয় করেছিলেন অমিতাভ।
ততটাই খুশি হয়েছিলেন ছবির পরিচালক রমেশ সিপ্পি। তিনিই এই বাংলো উপহার দিয়েছিলেন অমিতাভ বচ্চনকে। যেখানে আজও থাকেন বিগ-বি ও তাঁর পরিবার।
এই বাংলোর দাম ১০০ থেকে ১২০ কোটি টাকা বর্তমানে। ভেতরে সাজানো বাগান থেকে শুরু করে সুইমিং পুল, সবই এক কথায় জলসায় ইউনিক।