বিদ্যুৎ সংযোগ বিচ্ছেদ করছেন সলমন, ভাইজানের দাদাগিরিতে নাজেহাল NRI দম্পতি
First Published Feb 11, 2021, 4:48 PM IST
মামলায় নাম জড়িয়ে পড়াটা সলমন খানের জন্য অস্বাভাবিক কিছু নয়। মাঝে মধ্যেই সলমন খানের নামে নানা মাললা উঠে আসতে দেখা যায়, তবে একবার যা ঘটেছিল, তা এক কথায় বলতে গেলে একবার যা ঘটেছিল তা শুনতে বেশ খানিকটা সিনেমার প্লটের মতন।

বলিউড ভাইজানকে নিয়ে নানা জনের নানা মত। কারুর কাছে তিনি ভগবান, কেউ আবার ভাইজানের একটা কথায় কাঁপতে থাকেন।

বলিউডে এমনই দাপট সলমনের। একাধিক কেসে জড়িয়ে আদালতের মুখো হয়েছে এই তারকা বার কয়েক। যার ফলে মামলা তার কাছে জল ভাত।

তবে একবার এক অদ্ভূত কারণে শিরোনামে উঠে আসেন সলমন খান। ভাইজানকে নিয়ে অভিযোগ ওঠে তিনি নাকি নাজেহাল অবস্থা করে ছেড়েছেন এক এনআরআই দম্পতির।

বলিউড সেলেবের প্রপার্টির পাশেই থাকেন এই দম্পতি। তাঁদের কথায় সলমন খান তাঁদের বিদ্যুৎ ব্যবহার করার অনুমতী দিচ্ছেন না।

অথচ তাঁদের কাছে রয়েছে সব নথি। একবার প্রেস কন্ফারেন্স করে এমনটাই জানিয়েছিলেন এই দম্পতি। এখানেই শেষ নয়।

পাশাপাশি তাঁরা আরও জানিয়েছিলেন. যে বেশ কিছুটা প্রপার্টির অংশও হব্যবহার করতে দিচ্ছেন না সলমন খান।

এরপর বিষয় নিয়ে বিস্তারিতভাবে মুখ খোলেন সলমন খানের উকিল। তিনি জানান, এমন কিছুই করেননি সলমন খান। বরং এই দম্পতি আসতে চাইছে প্রচারের আলোয়। তাই এই পদক্ষেপ নেওয়া।

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?