- Home
- Entertainment
- Bollywood
- নিতম্ব-বক্ষের ভাঁজে নয়, 'নগ্ন' হয়েই ক্যামেরায় 'HOT' পোজ, টপলেসে আগুন জ্বালালেন পরিণীতি
নিতম্ব-বক্ষের ভাঁজে নয়, 'নগ্ন' হয়েই ক্যামেরায় 'HOT' পোজ, টপলেসে আগুন জ্বালালেন পরিণীতি
- FB
- TW
- Linkdin
সম্প্রতি বলিউডের নামী ফটোগ্রাফার ডাব্বু রত্নানির ফোটোশ্যুটে টপলেস হলেন পরিণীতি চোপড়া। তবে এটি এ বছরের ক্যালেন্ডার শ্যুট কিনা তা জানা যায়নি এখনও।
বলিউড অভিনেত্রী পরিণীতা চোপড়া সর্বদাই যেন নিজের ইমেজে ধরে রেখেছেন।
বক্ষ-বিভাজিকায় ঝড় তুললেও টপলেসে এর আগে সেভাবে কখনও দেখা যায়নি অভিনেত্রীকে।
পুরোনো ইমেজে ভেঙে সেক্সি মারকাটারি ফিগারে শরীরী উষ্ণতায় রীতিমতো ঝড় তুলছেন পরিণীতি। অন ক্যামেরায় নগ্ন পরিণীতিকে দেখে কালঘাম ছুটছে নেটিজেনদের।
শরীরে সুতোর কোনও চিহ্নই নেই। হলুদ রঙের একটি ঠেলা গাড়িতে টপলেস অবস্থায় দেখা গিয়েছে পরিণীতিকে। প্রতিবারের মতোন এবারও শিরোনামে উঠে এসেছেন বলিউডের নামী ফটোগ্রাফার ডাব্বু রত্নানি।
ডাব্বু রত্নানির ফোটোশ্যুট মানেই ন্যুডিটি মাস্ট। তেমনটাই মনে করছেন নেটিজেনরা। গত বছরও কিয়ারা আদবানির টপলেস ফটোশ্যুটে চরম ট্রোলড হয়েছিলেন ফোটোগ্রাফার।
খোলা চুল, ন্যুড মেক আপে লাস্যময়ী পরিণীতির ক্যামেরার দিকে তাকানো চাহনিতে ঘায়েল হয়েছে ফ্যান-ফলোয়াররা।
নিজের ইনস্টাগ্রামে ডাব্বু রত্নানি পরিণীতির টপলেস ছবি শেয়ার করে লিখেছেন, 'Hitch Your Wagon To A Star'।
এবছরও পরিণীতির টপলেস অবতার নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যে লাইক-কমেন্টে ভরে গেছে নেটদুনিয়া।
উল্লেখ্য, ২০২০ সালে ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শ্যুটে ছিলেন পরিণীতি চোপড়া। কিন্তু সেবছর সবাইকে পিছনে ফেলে লাইমলাইটে উঠে এসেছিলেন কিয়ারা আদবানি।
সদ্যই মুক্তি পেয়েছে পরিণীতি অভিনীত সাইনা নেহওয়ালের বায়োপিক 'সাইনা'।
এছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম মুক্তি পেয়েছে 'দ্য গার্ল অন দ্য ট্রেন'।