'অমিতাভ বচ্চন আমায় খুন করতে চান', ভয় পেয়ে অভিযোগ দায়ের করেছিলেন পারভিন
- FB
- TW
- Linkdin
মডেলিং দিয়ে প্রথম পথ চলা শুরু করেছিলেন পারভিন ববি। তিনি প্রথম থেকেই নজর কেড়েছিলেন বি-টাউনের। এরপরই আসে বলিউড থেকে ছবির প্রস্তাব।
১৯৭২ সালে প্রথম ছবি করেন পারভিন। ছবির নাম ছিল চরিত্র। সেই ছবিতে নিজের অভিনয়ের দক্ষতা তিনি দেখালেও তা খুব একটা হিট হয়নি।
এমনই পরিস্থিতিতে তাঁর ভাগ্য ফিরিয়েছিল ১৯৭৪ সালে। প্রথম অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছিলেন পারভিন ববি।
মুহূর্তে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী। এখান থেকেই শুরু পথ চলা। একের পর এক ছবি করতে শুরু করেন তিনি।
অমিতাভ বচ্চনের সঙ্গে একাধিক ছবিতে কাজ করে বলিউডে নিজের পসার জমিয়ে ছিলেন পারভিন। কিন্তু হঠাৎই ঘটল ছন্দপতন। তিনি অমিতাভ বচ্চনের নামে অভিযোগ করে বসলেন।
তিনি সবসময় মনে মনে ভাবছেন কেউ তাকে মেরে ফেলতে চায়। এমনকী সবসময়েই কিছু না কিছু নিয়ে তিনি ভেবেই যেতেন। পারভিনের অবস্থা ধীরে ধীরে এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে একসময়ে তাকে ঘরে আটকে পর্যন্ত রাখা হয়েছিল।
তিনি জানিয়ে ছিলেন মাথার ওপর ঝারবাতী ফেলে তাঁকে খুন করতে চাইছেন অমিতাভ বচ্চন। যদিও এই অভিযোগ নতুন নয়।
এর আগেও আরও দুজনের ওপর একইভাবে অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। প্রেমে তিন তিনবার আঘাত খাওয়ার পর পরভিনের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল।
এই খবর ছড়িয়ে পড়ার পরই অমিতাভ বচ্চনকে কোনও সমস্যার মুখেই পড়তে হয়নি। তবে সমস্যা পড়েন পারভিন।
তাঁর মানসিক অবস্থার কথা জানতে পেরে একে একে সকলেই তাঁর সঙ্গে সম্পর্ক রাখা বন্ধ করে দিতে শুরু করেন। এরপরই বলিউড থেকে হারিয়ে যান অভিনেত্রী।