'মেয়েদের কখনও স্বপ্নপূরণ হয় না', কটাক্ষের কি জবাব দিয়েছিলেন প্রিয়ঙ্কা
প্রিয়ঙ্কা চোপড়া। বি-টাউনই শুধু নয়, হলিউডে নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন অভিনেত্রী। কিন্তু জামশেদপুরের মেয়ে হয়ে বলি- হলিউডের যাত্রাপথ অতটাও সহজ ছিল না প্রিয়ঙ্কার। একে তো মেয়ে তার উপর গায়ের রং কালো হওয়ায় সকলেই উত্যক্ত করত প্রিয়ঙ্কাকে। সেই তকমা ছেড়ে বেরিয়ে আসতে অনেকটাই সময় লেগে গিয়েছিল । ১৮ বছরের কেরিয়ারে জামশেদপুর থেকে বলি-হলি জার্নির রইল একঝলক।
- FB
- TW
- Linkdin
প্রিয়ঙ্কা চোপড়া। অনেক পুরুষদেরই ড্রিমগার্ল তিনি। বলিউডে একের পর এক সুপারহিট সিনেমাও রয়েছে তার ঝুলিতে।
খুব অল্প সময়ের মধ্যেই নিজের নাম,খ্যাতি অর্জন করে নিয়েছেন প্রিয়ঙ্কা। শুধু বলি নয়, হলিউডেও তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন।
তবে মেয়ে হওয়ার কারণে একাধিকবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে প্রিয়ঙ্কাকে। যা অত্যন্ত দুঃখের। একটি ছোট শহরে বড় হয়েও তার স্বপ্নগুলি ছিল অনেক বড়।
সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের সেইসব পুরোনো দিনের কথা শেয়ার করেছিলেন প্রিয়ঙ্কা নিজেই।
তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেন কারণ তিনি এমন এক পরিবারে জন্মেছেন যে তার পরিবারই তাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে।
তিনি যা-ই করেছেন সর্বদাই তার পরিবার তাকে সমর্থন করেছেন। এবং তিনিও তার পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছিলেন।
প্রিয়ঙ্কা আরও জানিয়েছিলেন, কোনও কাজই ছোট নয়, শুধু প্রতিশ্রুতি দরকার।
হলিউড জার্নির কথা বলতে গিয়ে প্রিয়ঙ্কা জানিয়েছেন, হলিউড সবসময়েই চেয়েছেন নারীরা এগিয়ে আসুক।
মেয়েদের উৎসাহিত করেও প্রিয়ঙ্কা জানিয়েছেন, আসুন আমরা সকলে মিলে একটা পরিবর্তন পৃথিবী দেখতে চাই, যাতে পরবর্তী প্রজন্মের মেয়েদের আমাদের মতো লড়াই করতে না হয় প্রতিনিয়ত।
সকল মেয়েরা সমান সুযোগ পায় না। কারণ তারা চুপ থেকে সবটা অবলীলায় মেনে নেয়, কিন্তু এমন এক বিশ্ব তৈরি করতে হবে যেখানে কোনও মেয়ে আর চুপ থাকবে না।
সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, গায়ের রং কালো হওয়ার জন্য তার অনেক কটাক্ষের শিকার হতে হয়েছে।