'আমি সমস্ত গন্ডি পেরিয়ে গিয়েছি', কী এমন হয়েছিল প্রিয়ঙ্কার সঙ্গে, বিস্ফোরক মন্তব্যে শোরগোল
First Published Nov 26, 2020, 4:21 PM IST
অভিনয় থেকে সম্পর্ক সবেতেই খবরের শিরোনামে থাকেন প্রথম সারির অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া । বি-টাউনের পাশাপাশি হলিউডেও জনপ্রিয় প্রিয়ঙ্কা। মাত্র ১৮ বছরের কেরিয়ারে একাধিক সুপারহিট ছবিও রয়েছে তার ঝুলিতে। প্রেম থেকে বিচ্ছেদ- যেন রূপকথার কাহিনি। অক্ষয় কুমার থেকে শাহরুখই শুধু নয়, প্রিয়ঙ্কার প্রেমে হাবুডুবু খেয়েছেন বিদেশি প্রেমিকও। কিন্তু কারোর সঙ্গেই পরিণতি পায়নি সম্পর্ক। এমনকী সাফল্য পাওয়ার পরই সম্পত্তির প্রলোভনে একাধিক প্রেমিককে নির্দ্বিধায় ভুলে গেছিলেন প্রিয়ঙ্কা। বর্তমানে নিজের চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলিউড পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে লস অ্যাঞ্জেলসে রয়েছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা। একাধিক সম্পর্কে জড়িয়ে আজও লাইমলাইমের শীর্ষে 'দেশি গার্ল'।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন