- Home
- Entertainment
- Bollywood
- নিকের বাড়িতে মানিয়ে নিতে পারছেন না প্রিয়ঙ্কা, ডিভোর্সের ঝড়, খবর ফাঁস হতেই বিস্ফোরক পিগি চপস
নিকের বাড়িতে মানিয়ে নিতে পারছেন না প্রিয়ঙ্কা, ডিভোর্সের ঝড়, খবর ফাঁস হতেই বিস্ফোরক পিগি চপস
- FB
- TW
- Linkdin
প্রিয়ঙ্কা নিকের বাড়িতে ঠিক মানিয়ে নিতে পারছেন না। নিকের বাড়ির সকলেই প্রায় এক কথায় অতিষ্ট।
কয়েকদিন মধ্যেই বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা, নিক-প্রিয়ঙ্কার বন্ডিং এক কথায় বিয়ের পর ফ্লপ।
বিয়ের তিন মাস কাটতে না কাটতেই রঙ বার করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। কারুর সঙ্গেই মানিয়ে নিতে নারাজ তিনি। যার প্রভাব পড়েছে তাঁর ও নিকের সম্পর্কে।
বিয়ের তিন মাস পর এমনই জল্পনা ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। সূত্র ছিল একটি নামী সংস্থার ম্যাগাজিন।
সেখানেই নিক ও প্রিয়ঙ্কার বিচ্ছেদ নিয়ে এই বিস্তারিত খবর ছাপা হয়। যা নজরে পড়ে প্রিয়ঙ্কারও।
তখন সবে তিনি নতুন সংসার পেতেছেন। তাই এক কথায় কথায় বলতে গেলে় এই সংবাদ মেনে নিতে ছিলেন নারাজ।
প্রকাশ্যে এক সাক্ষাৎকারে ম্যাগাজিনের নাম করে প্রিয়ঙ্কা জানিয়েছিলেন ভাইরাল হওয়া এই তথ্য মিথ্যে।
নিকের বাড়িতে তিনি ভালোই আছেন। সেখানে সকলেই তাঁকে খুব পছন্দ করে। প্রিয়ঙ্কাও সকলের আদর নিয়েই চুটিয়ে সংসার জীবন উপভোগ করছেন।
এমন সময় ভাইরাল হয়ে পড়া বিচ্ছেদের খবর তাঁর জন্য ছিল বেদনা দায়ক, বলেই সাফ জানিয়েছিলেন প্রিয়ঙ্কা।