- Home
- Entertainment
- Bollywood
- আলমারি খুলতেই বেরিয়ে এলো প্রিয়ঙ্কার বয়ফ্রেন্ড, বিপদে পিগি চপস, অভিযোগ গেল মায়ের কাছে
আলমারি খুলতেই বেরিয়ে এলো প্রিয়ঙ্কার বয়ফ্রেন্ড, বিপদে পিগি চপস, অভিযোগ গেল মায়ের কাছে
- FB
- TW
- Linkdin
প্রিয়ঙ্কা চোপড়া বরাবরই নিজের জীবনের কোনও দিকই লুকেয়ে রাখা পছন্দ করেন না। তাঁর কথায় যত চাপবে ততই রটনায় ভরবে।
তাই নিজের বইতে সবটাই তুলে ধরেছেন প্রিয়ঙ্কা। বলিউড থেকে শুরু করে তাঁর জীবনে জড়িয়ে থাকা কন্ট্রোভার্সি, কিছুই বাদ পড়েনি।
এবার তেমনই এক গল্পে মাতল নেট দুনিয়া। প্রিয়ঙ্কার বয়ফ্রেন্ড লুকিয়ে আলমারি, হাতেনাতে ধরা পড়েছিলেন বব।
এই নাম উল্লেখ করেই বইতে লিখেছিলেন প্রিয়ঙ্কা, বব আর তিনি ঘরে বসে টিভি দেখছিলেন। এমন সময় তাঁর আন্টির গলা শোনা যায়।
তিনি জানলা দিয়ে ঝুঁকে দেখেন আন্টি সিঁড়ি দিয়ে উঠছেন। প্রিয়ঙ্কা তারাতারি নিচে নেমে যান তাঁকে সাহায্য করতে।
ধীরে ধীরে ওপরে উঠে আসার পর প্রিয়ঙ্কার ঘরে ঢোকেন তিনি। দেখে অবার প্রিয়ঙ্কা। তিনি বই নিয়ে বসে পড়েন।
দেখাতে চান যে তিনি পড়ছেন। কিন্তু তেমনটা ছিল না সত্যি খবর। উল্টে প্রিয়ঙ্কার তখন ঘাম ঝড়ছে।
এর কিছুক্ষণের মধ্যেই আন্টির নজর যায় আলমারিতে। তিনি আলমারির দিকে তাকিয়ে বলেন তা খুলতে।
প্রিয়ঙ্কা ভয়ে ভয়ে খোলেন। আর খুলতেই দেখেন ভেতরে রয়েছে বব। এই খবর মুহূর্তে পৌঁচ্ছে যায় প্রিয়ঙ্কার মায়ের কাছে।
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।