- Home
- Entertainment
- Bollywood
- Priyanka Chopra: বম্বশেল প্রিয়ঙ্কাকে মা বলে সম্বোধন, মেয়ের জন্মের পর 'সেক্সি মাম্মা'কে ওয়েলকাম অনুরাগীদের
Priyanka Chopra: বম্বশেল প্রিয়ঙ্কাকে মা বলে সম্বোধন, মেয়ের জন্মের পর 'সেক্সি মাম্মা'কে ওয়েলকাম অনুরাগীদের
চলতি বছরের ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। গভীর রাতেই সুখবর দিয়েছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। মা হওয়ার পর থেকেই প্রিয়ঙ্কাকে ঘিরে অনুরাগীদের কৌতুহল তুঙ্গে। নতুন অতিথি আসার খবর দিয়েই চুপ ছিলেন প্রিয়াঙ্কা। মেয়ের জন্মানোর ১১ দিন পর ফের সোশ্যাল মিডিয়ায় ধামাকাদার কামব্যাক করলেন প্রিয়ঙ্কা। বি-টাউনের দেশি গার্লকে নতুন মা বলে সম্বোধন করেছেন অনুরাগীরা। সকলেই স্বাগত জানিয়েছেন বলিউডের সেক্সি মাম্মা-কে।
- FB
- TW
- Linkdin
)
বছর ৪০ এর কোঠায় হলেও বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) । সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হলেন প্রিয়ঙ্কা চোপড়া।
মা হলেন প্রিয়ঙ্কা চোপড়া । প্রিয়ঙ্কার কোলে এসেছে ফুটফুটে কন্যাসন্তান (Priyanka Chopra)। প্রিয়ঙ্কা চোপড়ার মা হওয়ার খবর পেয়েই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বি-টাউনের সেলিব্রিটি থেকে অনুরাগীরা। একরত্তিকে দেখার জন্য মুখিয়ে রয়েছে ভক্তমহল।
নতুন অতিথি আসার খবর দিয়েই চুপ ছিলেন প্রিয়াঙ্কা। মেয়ের জন্মানোর ১১ দিন পর ফের সোশ্যাল মিডিয়ায় ধামাকাদার কামব্যাক করলেন প্রিয়ঙ্কা। বি-টাউনের দেশি গার্লকে নতুন মা বলে সম্বোধন করেছেন অনুরাগীরা। সকলেই স্বাগত জানিয়েছেন বলিউডের সেক্সি মাম্মা-কে (Priyanka Chopra)।
নিজের সোশ্যাল মিডিয়ায় মেয়ের জন্মের ১১ দিন পর দুটি ছবি শেয়ার করেছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। যার ক্যাপশনে লিখেছেন মনে হচ্ছে আলোটা সঠিক। ঝড়ের গতিতে প্রিয়ঙ্কার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
মিরর সেলফি পোস্ট করেছেন বলিউডের নতুন মা। এতদিন পর প্রিয়ঙ্কাকে স্বমহিমায় দেখে দারুণ উচ্ছ্বসিত ভক্তমহল। নেটিজেনরা ছবিতে ভালবাসা উজাড় করে দিয়েছেন। নো মেক আপ লুকেই নজর কেড়েছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
নেটিজেনদের একজন ছবিতে লিখেছেন 'নতুন মা'। অন্য এক নেটিজেন ছবিতে লিখেছেন 'হ্যালো মমি'। এক অনুরাগী লিখেছেন, 'ওয়েলকাম ব্যাক মাম্মা'। কেউ আবার ভালবেসে বলেছেন, 'তুমি খুবই সুন্দরী' (Priyanka Chopra)।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামেও প্রোফাইলের ছবি পাল্টেছেন বিশ্ব সুন্দরী প্রিয়ঙ্কা চোপড়া। নিজের ছবির জায়গায় জায়গা করে নিয়েছে প্রিয়ঙ্কার প্রাণের পোষ্য ডায়না। অভিনেত্রী সাক্ষাৎকারে নিজেও জানিয়েছেন, জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সবার আগে প্রাধান্য দিতে চান প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
নিজের সন্তানকে কাছে পাবেন না নিক-প্রিয়ঙ্কা (Priyanka Chopra)। জন্মানের সময়ের প্রায় ৩ মাস আগে সন্তানের জন্ম হয়েছে নিয়ঙ্কার। সেই কারণেই নিক-প্রিয়ঙ্কার কন্যাসন্তানকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখতে হবে।
সূত্র থেকে আরও জানা গেছে, এপ্রিল মাসে সন্তানের জন্ম হবে ভেবে একাধিক ছবির কাজ হাতে নিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) । কিন্তু জানুয়ারি মাসেই সন্তান জন্মানোর ফলে পূর্ব পরিকল্পিত সমস্ত কাজ থেকে বিরতি নিয়েছেন নতুন মা। এমনকী পরবর্তী ছবির কাজও নাকি পিছিয়ে দিয়েছেন প্রিয়ঙ্কা, তেমনটাই জানা যাচ্ছে।