- Home
- Entertainment
- Bollywood
- বিবাহিত হয়ে এ কী করছেন রাখি, অভিনবের ভালোবাসা পেতে গোটা গায়ে এ কী করলেন ড্রামা কুইন
বিবাহিত হয়ে এ কী করছেন রাখি, অভিনবের ভালোবাসা পেতে গোটা গায়ে এ কী করলেন ড্রামা কুইন
- FB
- TW
- Linkdin
বিগ বসের ঘরে এখন বড় খবর একটাই। তা হলেন রাখি সাওয়ান্ত। সোটা গায়ে অভিনবের নাম লিখে ঘর জুড়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
অভিনব শুক্লাকে মন দিয়ে বসেছেন রাখি সাওয়ান্ত। এদিকে বিগ বসের ঘরেই উপস্থিত রয়েছেন অভিনবের স্ত্রী রুবিনা।
প্রথমে বিষয়টা হালকা মেজাজে নিলেও বর্তমানে তা বিড়সড় গোলযোগের আকার ধারন করেছেন। রুবিনার সামনেই অভিনবের প্রতি প্রেমপ্রকাশ।
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও রাতারাতি ছড়িয়ে পড়ে। এক কথায় নাছরবান্দা রাখি সাওয়ান্ত। তিনি অভিনবকে পেয়ে তবেই ছাড়বেন।
কেবল অন্তর্বাস পরে গোটা গায়ে লিপস্টিক দিয়ে অভিনবের নাম লিখে বেড়ালেন তিনি। প্রশ্ন করায় উত্তর দিলেন এটাই তাঁর ভালোবাসা।
অভিনবের সঙ্গে বাসন ধোয়া নিয়ে ওঠে বিতর্ক। রাখি সাফ জানিয়ে দিয়েছিলেন, রুবিনা তা সহ্য করতে পারবেন না।
বিপরীতে পাল্টা উত্তর দিয়েছিলেন রুবিনা, এতেই ক্ষেপে গিয়ে গোটা গায়ে অভিনবের নাম লেখেন তিনি।
প্রকাশ্যে রুবিনাকে বলেন তিনি, নিজের স্বামীর নাম অন্যের গায়ে লেখা থাকলে কেমন লাগে দেখো। এই নিয়েই এখন সরগরম বিগ বসের আসর।
ভোটের সব খবর জানতে ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলার 'www.bangla.asianetnews.com' -এ।