সামনেই রাখি, কি পড়বেন ভেবে পাচ্ছেন না? টিপস নিন এই পাঁচ বলি-নায়িকার থেকে
- FB
- TW
- Linkdin
জাহ্নবীর ওয়ার্ডর্ব শুধু স্টাইলিসব গাউন বা ড্রেসেই ভর্তি নয়, সেখানে খুব সুন্দর সুন্দর শাড়ি ও রয়েছে। জাহ্নবীর এই প্যাস্টেল গ্রীন কালারের এথনিক শাড়িটির মতন শাড়ি আপনি রাখিতে পড়ার জন্য অবশ্যই বেছে নিতে পারেন।
শাড়ির ক্ষেত্রে এখন নানারকম প্রিন্ট সবসময়েই খুব ট্রেন্ডিং,সে আপনি প্রথম শাড়ি পড়ছেনবা ১০০ বার পড়ে ফেলেছেন, প্রিন্ট সবসময়েই 'ইন', তাই এই রক্ষা বন্ধনে কি ধরনের শাড়ি পড়বেন যদি ভাবছেন, তবে ইশা গুপ্তার মতন বোল্ড প্রিন্ট আপনিও বেছে নিতে পারেন।
গাঙ্গুবাই-প্রচারের সময় থেকেই আলিয়ার শাড়ি লুক গুলি দারুন নজর কেড়েছে, আলিয়ার শাড়ি কালেকশন ও যথেষ্ট প্রশংসিত হয়েছে। আলিয়ার 'গাঙ্গুবাই'-এর প্রচারের থেকে যে কোনো একটি শাড়ি-লুককে আপনি এই দিনটিতে পড়ার জন্য বেছে নিতে পারেন।
লাল রঙের শাড়ি সবসময়েই বাজিমাত করে ,বিশেষত সেতাজ ডি সিকুইন্ড ওয়ার্ক হয়। সুহানা খানকে একটি সিকুইন্ড লাল শাড়িতে দারুন দেখাচ্ছিল, যার বর্ডারে ও আঁচলে সূক্ষ জড়ির কাজ রয়েছে। শাড়িটি ট্র্যাডিশনাল-মডার্ন লুকের জন্য পারফেক্ট।
আপনি যদি জড়ির কাজ বা এমব্রয়ডারি ক্যারি করতে কম্ফোর্টেবল নন, তাহলে শানায়ার এই শাড়ি টির ধরনের শাড়ি ট্রাই করতে পারেন। একটি ডুয়েল টোনের সিল্কের শাড়ি বেছে নিন তার সঙ্গে একটি গর্জিয়াস ব্লাউজ পড়ুন।