রাকুল ও ড্রাগ নিয়ে কোনও খবর সংবাদ মাধ্যমে নয়, হাইকোর্টের দ্বারস্থ রাকুল
- FB
- TW
- Linkdin
রিয়া চক্রবর্তীর গ্রেফতারের পর থেকেই এক কথায় তোলপাড় হয়েছে গোটা বলিউড। খবর উঠে আসে তিনি ২৫ জন সেলেবের নাম করেছেন।
এবার সেই তালিকা থেকেই একে একে নাম বেরনোর পালা। ইতিমধ্যেই চার সুপারস্টারকে জেরা করেছে এনসিবি।
শনিবারই দফতরে ডেকে পাঠান হয়েছিল রাকুল প্রীতকে। তিনি জেরার মুখে স্বীকার করে নিয়েছিলেন যে, এর সঙ্গে তিনি জড়িত। এরপরই চলতে থাকে জেরা।
তবে এই খবর এনসিবি-র হাতে পৌঁচ্ছনো মাত্রই তৎপর হয়ে পড়ে মিডিয়া। মুহূর্তে ওঠে ঝড়।
সেই ধাক্কা থেকে নিজেকে বাঁচাতেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন রাকুল প্রীত। আবেদন জানালেন তাঁর খবর যেন প্রকাশ্যে না আসে।
রাকুলের কথায়, মাদক চক্রই হোক বা এনসিবি জেরা, রাকুলের নাম নিয়ে যেন কোন খবর না ছাপে, এই নিয়ে রায়ের অপেক্ষায় এখন তিনি।
যদিও বর্তমানে সোশ্যাল মিডিয়ার যা ক্ষমতা, তাতে মিডিয়ার মুখ বন্ধ করার চেষ্টা করলেও, সোশ্যাল মিডিয়া থেকে মিলবে না মুক্তি।
একের পর এক সেলেবের মাদকচক্রে থাকা যোগই যেন ভয়ানক আকার ধারণ করছে। রিয়া চক্রবর্তীর গ্রেফতারেই ঘুরেছে মোড়।