- Home
- Entertainment
- Bollywood
- 'এ যেন ডাইনি শিকার', রিয়ার প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিলেন রাম গোপাল বর্মা
'এ যেন ডাইনি শিকার', রিয়ার প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিলেন রাম গোপাল বর্মা
- FB
- TW
- Linkdin
ইডি-র তলবে একাধিকবার জেরা করা হয়েছে তাঁকে। কেবল তাঁকেই নয়। জেরা করা হয়েছে তাঁর পরিবারকেও।
ভাই সৌভিক চক্রবর্তী, বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী ও রিয়া মিলে সুশান্তের টাকার নয়-ছয় করেছে বলেই অভিযোগ সুশান্তের পরিবারের।
রিয়ার বিরুদ্ধে এখন কেবল দেশবাসী নয়, টেলিভিশন ইন্ডাস্ট্রির অসংখ্য তারকারাও।
তবে তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন আয়ুষ্মান খুরানা, অপরাশক্তি খুরানা, ভূমি পেদনেকর, সহ অনেকে।
এবার এগিয়ে এলেন পরিচালক রাম গোপাল বর্মাও। রিয়ার প্রতি নিজের সমর্থনের হাত এগিয়ে দিয়েছেন।
রিয়াকে যে সকল মানুষ বিভিন্ন অভিযোগে বিদ্ধ করেছে, তাদের নিন্দা করেছেন রাম গোপাল বর্মা।
তাঁর কথায়, "এ তো একবারে ডাইনি শিকার চলছে।" রিয়ার চরিত্র নিয়েও বিভিন্ন মন্তব্য করে চলেছে দেশবাসী।
মহেশ ভাটের সঙ্গে অবৈধ সম্পর্ক। ছবিতে কাজ পাওয়ার জন্য পরিচালক, প্রযোজকদের সঙ্গে অশালীন সম্পর্ক রাখা।
এই ধরণের নানা অভিযোগের মধ্যে গোল্ড ডিগারেরও তকমা পেয়েছেন অভিনেত্রী। সম্প্রতি বাদ পড়েছেন একটি ছবি থেকেও।
এই সমস্ত অভিযোগের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন রাম গোপাল বর্মা। কোনও প্রমাণ ছাড়া কেন রিয়াকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, দাবি পরিচালকের।