সর্বনাশ,শুকিয়ে কাঠ রানা দগ্গুবতি, বিয়ের ৩ মাসের মধ্যেই কঠিন রোগে আক্রান্ত অভিনেতা
First Published Nov 24, 2020, 9:36 AM IST
বাহুবলীর ভল্লালদেব মানেই জিম করা সুঠাম চেহারা, পেশীশক্তি, এবং রাগি মুখটাই যেন সকলের সামনে ভেসে ওঠে। যার রাগে ভয়ে কাটা ধরেছিল দর্শকমনে। লকডাউনের মধ্যেই মে মাসের ২১ তারিখ চুপিসারে আংটি বদল সেরে নিয়েছিলেন বাহুবলি অভিনেতা রানা দগ্গুবতি। কিন্তু বিয়ের ৩ মাস কাটতে না কাটতেই শুকিয়ে কাঠ হয়ে গেছেন অভিনেতা। হাড় জিরজিরে চেহারা দেখে চোখ কপালে ভক্তদের। এ কী হল রানার। জটিল রোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা, যা প্রকাশ্যে আসা মাত্রই উদ্বেগ বাড়ছে।

নিজের হবু স্ত্রীর ছবিও শেয়ার করে বাগদানের খবরটি অভিনেতা রানা নিজেই তার টুইটারে জানিয়েছিলেন। পেশায় ইন্টিরিয়র ডিজাইনার মিহিকা বাজাজের সঙ্গেই গাটছড়া বেঁধেছেন ভল্লালদেব।

দক্ষিণী সুপারস্টার রানা দগ্গুবতি ফের শিরোনামে। বিয়ের ৩ মাস কাটতে না কাটতেই শুকিয়ে কাঠ হয়েছেন অভিনেতা। হাড় জিরজিরে চেহারা দেখে চোখ কপালে ভক্তদের।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন