'আলিয়া রণবীরের Engagement হচ্ছে না', ভ্রমণে গিয়ে কীসের ইঙ্গিত দিল কাপুর পরিবার
First Published Dec 30, 2020, 6:42 PM IST
বলিউডের হাশ হাশ জুটি। অর্থাৎ যাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে এক ফোটাও মুখ খোলেন না কারও সামনে। অন্দরমহলেই সীমিত তাঁদের সম্পর্ক। সেই তালিকায় পড়ে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের নাম। তাঁরা একে অপরের সঙ্গে প্রায় দু'বছর ধরে সম্পর্কে আবদ্ধ। অয়ন মুখোপাধ্যায় পরিচালনায় আসতে চলেছে সুপারহিরো ফ্যান্টাসি ড্রামা ব্রহ্মাস্র। বহুদিন আগে থেকেই শুরু হয় ছবির শ্যুটিং। সেখান থেকেই তাঁদের প্রেমালাপ শুরু। ক্যাসানোভা রণবীরের প্রেম যে একেবারে ছাদনাতলায় গিয়ে পৌঁছবে সেই আশা কেউ করেনি।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন