করিনার দ্বিতীয় সন্তানের নাম কি, কার মত দেখতে হল, পাপরাজিৎদের প্রশ্নে কী জবাব দিলেন দাদু রণধীর
First Published Feb 23, 2021, 9:33 AM IST
অপেক্ষার পালা শেষ, অবশেষে করিনার কোল আলো করে এসেছে দ্বিতীয় সন্তান। তবে এই পুত্র সন্তানের বেলা করিনা মোটেও তৈমুরের মত ভুল করলেন না। একটিও ছবি সামনে আসতে দিলেন না। যার ফলে নতুনের কি নাম হল, দেখতে কেমন কোনও প্রশ্নের উত্তরই মিলছে না সঠিকভাবে।

মেলেনি করিনা ও সইফের দ্বিতীয় সন্তানের কোনও ছবি। যার ফলে তৈমুর হওয়ার ছবিতেই আশ মেটাচ্ছে ভক্তমহল।

রবিবার থএকেই একের পর এক পুরোনো ছবি নেট দুনিয়ায় হয়ে উঠতে থাকে ভাইরাল।

করিনা যখন তৈমুরের জন্ম দেয়, তখন সেই সব ছবি এসেছিল প্রকাশ্যে। তবে এবার আর সেই একই ভুল নয়।

তাই আগে থেকেই নির্দেশ দেওয়া হয়. যেন কোনও ছবি প্রকাশ্যে না বের করা হয়। ফলে কোনও প্রশ্নের সঠিক উত্তর মিলছে না।

কেমন দেখতে নয়া স্টারকিডকে। নামটাই বা কি রাখা হল। তৈমুরের নাম নিয়ে একাধিক জল্পনা সামনে আসতে দেখা গিয়েছিল।

যা নিয়ে রীতিমত বিপাকে পড়তে হয় এই জুটিকে। কিন্তু এই সন্তানের নাম কি!

কাউকে না পেয়ে পাকরাও করা হল দাদু রণধীর কাপুরকে। তিনি সাফ জানিয়ে দিলেন, নাম এখনও স্থির করা হয়নি।

তবে সন্তান দেখতে কেমন, তা নিয়ে কথা বলেছেন তিনি। জানালেন, একেবারে তৈমুরের মুখ বসানো। বাড়ির সকলে ভিষণ খুশি।

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?