পকেটে কন্ডোম নিয়ে ঘুরতেন রণবীর, বলিউডে পা রেখেই ঝড় তুলেছিলেন অভিনেতা
| Published : Mar 23 2020, 02:12 PM IST
পকেটে কন্ডোম নিয়ে ঘুরতেন রণবীর, বলিউডে পা রেখেই ঝড় তুলেছিলেন অভিনেতা
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
বলিউডে পা রাখার পরই ঝড় তুলেছিলেন রণবীর সিং। প্রথম ছবি বক্স অফিসে সেভাবে ফল না করতে পারলেও পরবর্তীতে একের পর এক বক্লবাস্টার ছবি উপহার দিয়েছেন দর্শকদের।
210
রণবীর সিং-এর প্রথম থেকেই ভক্তের সংখ্যা তুঙ্গে। তাঁর পর্দায় উপস্থিতি বরাবরই এক কথায় হট।
310
পর্দায় যতটা দক্ষতার সঙ্গে তিনি অভিনয়কে ফুঁটিয়ে তোলেন ততটাই তিনি ব্যক্তিগত জীবনে সহজ সরল।
410
প্রথম থেকেই তাঁর বিভিন্ন সময় বিভিন্ন মতামত ছড়িয়ে পড়েছে নেট দুনিয়া। নজর কেড়েছে নেটিজেনদের।
510
তবে কেরিয়ারের শুরুতেই যা বলেছিলেন রণবীর আজও মাঝে মধ্যে তার সন্মুখীন হতে হয় তাঁকে। তিনি নাকি পরিণত বয়স থেকেই পকেটে কন্ডোম নিয়ে ঘোরেন।
610
দীপিকার সঙ্গে সহজ-সরল সম্পর্ক তুলে ধরলেও এই মন্তব্যেই প্রকাশ পায় রণবীর সিং-এর জীবনে পাতা কতটা রঙিন।
710
বহুবার সম্পর্কে এসেছেন তিনি। কিন্তু কোথাও স্থায়ী হননি রণবীর সিং। তবে তিনি যে যৌবনের শুরুতেই নারী সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন তা স্পষ্ট করে দিয়েছিলেন।
810
এই মন্তব্যের পর রীতিমত ট্রোল হতে হয় রণবীরকে। প্রকাশ্যে আসে সলমন খান এখনও পর্যন্ত যা করতে পারলেন না স্টার হওয়ার আগেই তিনি তা করে ফেললেন।
910
যদিও রণবীর সিং এই নিয়ে বেশি জল ঘোলা করেননি। তিনি কেবল জানিয়েছিলেন বরাবরই তাঁর পকেটে থাকত কন্ডোম।
1010
তবে বর্তমানে সেই পর্বে ইতি টেনেছেন অভিনেতা। নয়া মোড় নিয়েছে জীবন। দীপিকার সঙ্গে সুখে সংসার করছেন তিনি।