নতুন বছরে নতুন লুকে সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী, মুম্বইয়ে খুঁজছেন নয়া ঠিকানা
First Published Jan 3, 2021, 4:24 PM IST
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সংবাদ শিরোনামে ছিল অনেকজন বলিউড তারকার নাম। তবে যে নামটি অন্যতম ছিল তা হল রিয়া চক্রবর্তী। বলিউড এই অভিনেত্রী ছিলেন সুশান্তের প্রেমিকা। গোল্ড ডিগার, সুশান্তের মৃত্যুতে কারসাজি, সুশান্তকে মাদক দেওয়া, মহেশ ভাটের সঙ্গে অবৈধ সম্পর্ক, এই সমস্ত অভিযোগে ভরে গিয়েছিল তাঁর জীবন। সুশান্তের মৃত্যুর তিন মাস পর কয়েকটি সাক্ষাৎকারে তাঁর উপর আসা সমস্ত অভিযোগ অস্বীকার করলে সেই নিয়েও কুমন্তব্যের শিকার হতে হয় তাঁকে। তারপরই মাদকযোগে তাঁকে এবং তাঁর ভাই শৌভিককে গ্রেফতার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন