- Home
- Entertainment
- Bollywood
- গ্রেফতারের আঁচ কি পেয়েছিলেন রিয়া, মঙ্গলবারই ২৫ বড় বলি স্টারের নাম করলেন ফাঁস
গ্রেফতারের আঁচ কি পেয়েছিলেন রিয়া, মঙ্গলবারই ২৫ বড় বলি স্টারের নাম করলেন ফাঁস
- FB
- TW
- Linkdin
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে মিলেছিল ড্রাগের যোগ। প্রথম প্রসঙ্গেই উঠে এসেছিল সুশান্ত সিং রাজপুতের নাম।
প্রকাশ্যে এসেরিয়া চক্রবর্তী জানিয়েছিলেন তিনি এই নিকয়ে কিছুই জানেন না তিনি মাদকে হাতও দেন না।
এরপরই নেট দুনিয়ায় ভাইরা হয়ে ওঠে একাধিক চ্যাট। ময়দানে ঘুটি সাজিয়ে মাঠে নেমে পড়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
শুক্রবার থেকে একাধিক নাটকিয় মোড়। প্রথমেই গ্রেফতার শৌভিক, এরপর একে একে নয়। শেষে মঙ্গলবার গ্রেফতার রিয়া।
সকলকে মুখোমুখি বসিয়ে জেরা চালায় পাঁচ সদস্যের টিম। সেখানেই এবার মুখ খুললেন রিয়া ও শৌভিক।
উঠে এলো বলিউডের ২৫ অভিনেতা-অভিনেত্রীর নাম। সকলকেই শীঘ্র সমন পাঠাবে এনসিবি।
বর্তমানে এই তালিকাকে এ, বি, সি ক্যাটাগরিতেভাগ করা হয়েছে। তবে কার কার নিয়েছে এদিন রিয়া ও তাঁর ভাই প্রকাশ্যে আনা হয়নি।
এরপর হেফাজতে নিয়ে চলবে আরও জেরা। সুশান্ত সিং মৃত্যু কেসের মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে এবার তোলা হবে আদালতে।