- Home
- Entertainment
- Bollywood
- রবিবারই কি রিয়ার গ্রেফতার, ভয়াবহ তথ্য ভাইয়ের চ্যাটে, মাদক চক্রে বড় মাছের খোঁজে এনসিবি
রবিবারই কি রিয়ার গ্রেফতার, ভয়াবহ তথ্য ভাইয়ের চ্যাটে, মাদক চক্রে বড় মাছের খোঁজে এনসিবি
তদন্তের শেষ সাতদিন। একের পর এক ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি করতে থাকে মাদক চক্রের ফাঁদ। গত সপ্তাহের শুরুতেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছিলেন রিয়া চক্রবর্তী, জানিয়েছিলেন তিনি মাদন সেবন করেন না। কিন্তু সপ্তাহের শেষেই বদলে গেল ছবি। ইতিমধ্যেই গ্রেফতার সৌভিক, বাজেয়াপ্ত করা হয়েছে ফোন, সেখান থেকেই এবার চাঞ্চল্যকর তথ্য হাতে পেল এনসিবি।
| Published : Sep 06 2020, 08:32 AM IST
- FB
- TW
- Linkdin
এবার কি তবে রিয়া চক্রবর্তীর পালা। শুক্রবার থেকেই সেই দিকে নজর গোটা দেশের। মাদক চক্রে একাধিক মোড়, তার সঙ্গে কীভাবে জড়িয়ে এই ভাইবোন।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তদন্তের ভার হাতে নেওয়ার পর থেকেই ঝড়ের বেগে গ্রেফতার। শুক্রবার ভোর থেকে শুরু অ্যাকশন।
শুরু তল্লাশি দিয়েই। এরপর ২৪ ঘণ্টার মধ্যেই দুই গ্রেফতার। তল্লাশির সময়ই রিয়ার বাড়ি থেকে বেশকিছু নথি ও ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
শনিবার এনসিবি-র আধিকারিক সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, সৌভিকের ফোন থেকে একাধিক তথ্য পাওয়া গেছে।
একাধিকে মাদকের জোগান দিতেন রিয়া চক্রবর্তীর ভাই। জেরার সময় সৌভিক সামনে এনেছিলেন দিদির নামও।
সৌভিকের বয়ান অনুযায়ী রিয়ার কথাতেই তিনি এই কাজ গুলো করেছেন। এমন কী সৌভিকের ফোন থেকে পাওয়া গিয়েছে ১৪ জন বলিউড স্টারেদের নাম।
তা নিয়ে এখনই বিস্তারিত তথ্য সামনে আনতে নারাজ এনসিবি। তাদের মতে, এখনও ক্ষতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের সঙ্গে জড়িত মাথায় খোঁজ করছেন তারা।
যদিও এনসিবির পক্ষ থেকে জানানো হয়নি যে রবিবার রিয়াকে সমন পাঠানো হবে কি না, তবে সৌভিকের সময়ও এই বিষয়টি গোপন করেছিলেন কেন্দ্রিয় সংস্থা।
সৌভিক নিয়েছে দিদির নাম, ফলে এবার রিয়াকেও ডাকা হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য।
পাশাপাশি শনিবার রাতেই গ্রেফতার হয়েছে দীপেশ। সুশান্তের অজান্তেই কি তাঁকে দেওয়া হত মাদক, তা নিয়েও চলছে জিজ্ঞাসাবাদ।
শনিবার রাতেই মুখ খুলেছেন রিয়া চক্রবর্তীর বাবা। তাঁর কথায় ভেঙে গেল এক মধ্যবিত্ত পরিবার, ভারতকে শুভেচ্ছা।