- Home
- Entertainment
- Bollywood
- ১৪ দিন পরও মুক্তি মিলল না রিয়ার, মঙ্গলবার আবারও বাড়ল জেলের মেয়াদ, জামিনের আবেদন
১৪ দিন পরও মুক্তি মিলল না রিয়ার, মঙ্গলবার আবারও বাড়ল জেলের মেয়াদ, জামিনের আবেদন
ড্রাগ নিয়ে বর্তমানে তোলপাড় হচ্ছে বলিউড। একের পর এক তারকার নাম উঠে আসছে সামনে। এই সময় রিয়া চক্রবর্তীকে ছাড়তে নারাজ এনসিবি। তাদের মতে রিয়াকে ছাড়তে সতর্ক হয়ে যাবেন অনেকেই। তাই এখনই মুক্তি মিলছে না রিয়ার।

এখনই মুক্তি মিলছে না। ১৪ দিন পর ছাড়া পেলেন না রিয়া চক্রবর্তী। মঙ্গলবার সেশন কোর্টে উঠল কেস।
পর পর তিন দিন জেরার পরই রিয়া চক্রবর্তীকে জেল হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নার্কোটিস কন্ট্রোল ব্যুরো।
আবারও জামিনের জন্য বম্বে হাইকোর্টে আবেদন করা হল। বুধবার তা নিয়ে নির্দেশ দেবে কোর্ট।
রিয়ার জেল হেফাজতের মঙ্গলবারই মেয়াদ ফুরোলো। কিন্তু তাঁকে ছাড়তে নারাজ এনসিবি। কারণ তাঁকে ছাড়ার অর্থ অনেকতেই সতর্ক হয়ে যাবেন।
আজ মঙ্গলবার, ঠিক ১৪ দিন আগে এমনই সময় রিয়া চক্রবর্তীর বাড়িতে তোলপাড় হয়েছিল মেয়ের গ্রেফতারের খবর।
পর পর তিন দিন জেরার পরই রিয়া চক্রবর্তীকে জেল হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নার্কোটিস কন্ট্রোল ব্যুরো।
এনসিবি-র হস্তক্ষেপে একাধিক নয়া মোড় নেয় এই তদন্ত। প্রথমে মাদক যোগে শৌভিক ও স্যামুয়েলদের ধরে এনে গ্রেফতার করা হয়।
এরপর তদন্তের জন্য রিয়া চক্রবর্তীকে পর পর দুদিন জেরার জন্য ডেকে পাঠানো হলেও পাঁচ থেকে ছয় ঘণ্টার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
তৃতীয় দিনের দিন আর রিয়ার ফেরা হয়নি। সেদিনই প্রকাশ্যে আনা হয় রিয়ার গ্রেফতারের খবর।
মাদক পাচার থেকে শুরু করে তা থেকে লাভের মুখ দেখা, একাধিক ধারায় রিয়ার কেস সাজানো রয়েছে।
৮সি, ২০ বি, ২২, ২৭এ ও ২৯ ধারায় রিয়া চক্রবর্তীর গ্রেফতার। এই ধারায় যদি দোষী সাবস্ত হন রিয়া তবে হতে পারে ১০ বছরের জেলও।
গ্রেফতারের পরই বেলের জন্য আবেদন করেছিলেন রিয়া চক্রবর্তী। কিন্তু তা তিনি পাননি, এনসিবি-র অধিকর্তাদের মত, রিয়া বাকিদের সতর্ক করে দিতে পারে, যা পরবর্তীতে কেসের জন্য সমস্যা সৃষ্টি করবে।