- Home
- Entertainment
- Bollywood
- সর্বনাশ, পোড়া মুখ-দগদগে ঘা, এ কী হাল শ্রীদেবী কন্যার, ভয়ঙ্কর চেহারায় জাহ্নবীকে দেখে শিউরে উঠবেন
সর্বনাশ, পোড়া মুখ-দগদগে ঘা, এ কী হাল শ্রীদেবী কন্যার, ভয়ঙ্কর চেহারায় জাহ্নবীকে দেখে শিউরে উঠবেন
- FB
- TW
- Linkdin
বলিউডে জাহ্নবীর অভিষেক হয়েছিল 'ধড়ক' সিনেমায়। এই কয়েক বছরের মধ্যেই বেশ কয়েকটি সিনেমাতেই নজর কেড়েছেন জাহ্নবী কন্যা।
শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় তিনি আজ প্রতিষ্ঠিত। মাত্র ২ বছর আগে বলিউডে পা দিয়ে কেরিয়ার শুরু করেছেন জাহ্নবী।
নিজের ফিটনেস নিয়েও বেশ সচেতন জাহ্নবী। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরও রয়েছেন সেই তালিকায়। ইদানিংকালে অনেক বেশি জিমের মধ্যে সময় কাটাতে দেখা যাচ্ছে তাকে।
তবে হঠাৎ কী হল জাহ্নবীর। মাখনের মতো ঝা-চকচকে ত্বক এখন অতীত, সারা মুখে পোড়া, দগদগে ঘা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবাইকে চমকে দিয়েছেন জাহ্নবী।
হরর কমেডি ছবি 'রুহি'-র জন্য এই ভোলবদল হয়েছে জাহ্নবীর। ভয়ঙ্কর লুকে জাহ্নবীকে দেখে রীতিমতো শিউরে উঠেছেন নেটিজেনরা।
ছবিতে জাহ্নবী ছাড়াও রয়েছেন রাজকুমার রাও ও বরুণ শর্মা। ছবিতে ভূতের চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে জাহ্নবীকে।
গত সপ্তাহেই মুক্তি পেয়েছে জাহ্নবীর এই ছবি। এখনও পর্যন্ত ১৬ কোটি টাকা আয় করেছে জাহ্নবীর এই ছবি।
ভয়ঙ্কর মেকআপ লুকে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন জাহ্নবী। এই লুকের জন্য শুটিংয়ের আগে প্রতিদিন ২ ঘন্টা করে মেকআপও করতেন জাহ্নবী।
রুহির চরিত্রটি ফুটিয়ে তুলতে প্রস্থেটিক মেক আপ এবং গ্রাফিক্সের সাহায্য নিতে হয়েছে জাহ্নবীকে। এমনকী চরিত্রের প্রয়োজনে নিজের গলার স্বরও বদলেছেন নায়িকা।
জাহ্নবীর প্রস্থেটিক মেক আপ করেছেন নিকিতা কাপুর। পরিচালক হার্দিক মেহতা নাকি জাহ্নবীর ১০ টি লুক দেখার পর রুহি লুকটি চূড়ান্ত করেছিলেন।