- Home
- Entertainment
- Bollywood
- খুলছে সিনেমা হল, ফ্লোরে ফিরছেন সলমন, শ্যুট শুরু রাধে-র, কী কী নিয়ম জারি করলেন ভাইজান
খুলছে সিনেমা হল, ফ্লোরে ফিরছেন সলমন, শ্যুট শুরু রাধে-র, কী কী নিয়ম জারি করলেন ভাইজান
- FB
- TW
- Linkdin
রাধে শ্যুটিং ফ্লোরে ফিরছেন এবাপর সলমন খান। এর আগে শ্যুটিং শুরু করেছেন অক্ষয় কুমার, আমির খান অনেকেই।
কিন্তু ফ্লোরে ফেরার কোনও কথাই জানাননি সলমন খান বা তাঁর টিম। কিন্তু এবার খুলে যাচ্ছে প্রেক্ষাগৃহের দরজা।
তাই একে একে শ্যুটিং ফ্লোরে ফেরার পালা। শুক্রবার থেকেই শুরু হবে রাধে ছবির শ্যুট।
সকলকে যথাযত অর্থসাহায্যও করেছেন সলমন খান। লকডাউনে বন্ধ ছিল কাজ, তাই কর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।
এবার পরিস্থিতি স্বাভাবিক হতেই সকলকে নিয়ে ফ্লোরে ভাইজান। তবে সতর্কতা তুঙ্গে রাখতেই একাধিক নিয়মের ঘেরা টোপ।
সেটে শ্যুট চলাকালিন কেউ বাইরে যেতে পারবে না। তাই মুম্বই থেকে খানিক দূরেই নেয়া হয়েছে সেট।
কেউ বাইরের কারুর সঙ্গে দেখা করতে পারবে না এই কয়েকদিন। সকলের করোনা টেস্ট করানো হয়েছে। এখনও কারুর রিপোর্ট পজিটিভ আসেনি।
আবার সেকেন্ড রাউন্ড টেস্টও চলছে। সেটে সতর্কতা তুঙ্গে রাখতেই বদল আনা হয়েছে শ্যুটিং সিডিউলেও।