'এমন গান গাইলে তো লোকে ঘুমিয়ে পড়বেই', সকলের সামনে অরিজিৎকে ট্রোল সলমনের
- FB
- TW
- Linkdin
অরিজিৎ সিং-এর গান মানেই তাঁর গলার জাদুতে ভেসে যাওয়া। হাজার হাজার ভক্ত এখন রাত দিন তাঁর গানেই মজে।
তবে সেই তারকার শুরুটা মোটেই ছিল না সহজ। একের পর এক গান গেয়েছিলেন তিনি। কিন্তু তা মুক্তি পেত না। এরপরই ভাগ্য ফিরিয়েছিল মাডার ২ ছবি।
এরপর আসে আসিকি ২ ছবির প্রস্তাব। আর সেই ছবির তুম হি হো গানই ঝড় তুলেছিল বি-টাউনে। পুরষ্কারও পেয়েছিলেন অরিজিৎ।
এই পুরষ্কার দেওয়ার জন্যই মঞ্চে উপস্থিত ছিলেন সলমন খান। অরিজিৎ-এর নাম ঘোষণা করার পর তাঁর আসতে বেশ কিছুটা দেরি হয়।
তাতেই সলমন খান জানতে চান শুয়ে পড়েছিলেন! অরিজিৎ সিং শো-সঞ্চালক সলমন ও রিতেশকে বলেন আপনারা ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।
পাল্টা উত্তর দিয়ে সলমন খান জানিয়ে ছিলেন কী করব তুমি গানই এমন গাও যে ঘুম পেয়ে যায়। এরপরই শুরু হয় ঠাণ্ডা লড়াই দুইয়ের মধ্যে।
এরপরই মঞ্চে এসেছিলেন মিঠুন সুলতান, তিনি অরিজিৎ-কে ট্রোল করার জন্য সলমন খানকে এক হাত নিয়েছিলেন। তাঁর পেছনে স্টিকার লেগে থাকে। সলমন সেটা খুলতে চাইলে তিনি জানান, যে আপনারা ছয় ঘন্টা বসিয়ে রাখলে তো হবেই।
এরপরই মঞ্চে দাঁড়িয়ে সলমন খান বলেন, আজ সবাই দিয়েই যাচ্ছে, বলেই হঠাৎ চিৎকার করে ওঠেন। এরপরই অরিজিৎ-এর সঙ্গে সম্পর্কে চির ধরে সলমনের।