- Home
- Entertainment
- Bollywood
- বিগ বসের চাওয়াতে কি এসে যায়, নেই কোনও রাখ ঢাক, সিনেমার সংলাপের মতই সপাট জবাব সলমনের
বিগ বসের চাওয়াতে কি এসে যায়, নেই কোনও রাখ ঢাক, সিনেমার সংলাপের মতই সপাট জবাব সলমনের
বলিউড ভাইজান বলে কথা, যাঁর দাপটেই কাঁপতে থাকে বলিউডের একাধিক সদস্য। চ্যালেন কর্তৃপক্ষ হোক বা ছবির পরিচালক, সলমেন সঙ্গে কথা বালর আগে দশ বার ভেবে তবেই নিজের মতামত পেশ করতে হয়। সেই দাপটই একবার নিজেই সকলের সামনে প্রমান করেছিলেন ভাইজান।

সলমন খান মানেই দাবাং স্টাইল। সে পর্দার এপারে হোক বা ওপারে। সলমনের উপস্থিতি মানেই যেন এক আলাদাই দাপট।
অভিনেতার সেই লুক একবার প্রকাশ্যে ধরা পড়েছিল বিগ বসের মঞ্চে। সিম্বা ছবির প্রমোশনে।
এই ছবির প্রমোশনে একবার বিগ বসে এসেছিলেন রোহিত শেট্টি, রণবীর সিং ও সারা আলি খান।
সেখানেই এক মজার খেলা খেলতে থাকেন সকলেই। ফোন আসবে আর প্রশ্ন করা হবে, যা নিয়ে সেলেবদের উত্তর দিতে হবে।
সলমন খানের ক্ষেত্রেও একই হয়। তাঁর ফোন বেজে ওঠে, তিনি ফোন ধরেন, এরপর রোহিতের মুখের প্রশ্ন, বিগ বস তোমাকে পরের সিজিনেও।
মুহূর্তে সলমন খান হাঁসেন ও জানিয়ে দেন, বিগ বসের চাওয়া না চাওয়াতে কি এসে যআয় ভাইজানকে আগে চাইতে হবে।
এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ফোন আসবে আমি না বলব, পারিশ্রমিক বাড়বে, আবার ফোন আসবে না বলব আবারও বাড়বে।
শেষে গিয়ে রাজি হয়ে যাব। মুহূর্তে ভাইজানের এই অ্যাটিটিউড সকলের নজরে আসে, ও তিনি আবারও প্রমাণ করেন তাঁর পর্দায় থাকা দাপট।
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।