প্রকাশ্যেই ঐশ্বর্যকে একাধিকবার চড় সলমনের, রুখে দাঁড়িয়েছিলেন শাহরুখ
সলমন খান আর ঐশ্বর্য রাই বচ্চনের প্রেম কাহিনির কথা সকলেরই জানা। কিন্তু এই সম্পর্কের পেছনে থাকা তিক্ততার খবর হয়তো অনেকেরই জানা নেই। কেন ঘটেছিল সলমন খান ও ঐশ্বর্য রাইয়ের সম্পর্কে ভাঙন! এর জন্য দায়ী একাধিক কারণ, যার মধ্যে অন্যতম হল, সকলের সামনেই ঐশ্বর্যর গায়ে হাত তোলা।
19

সলমন খান ঐশ্বর্যের সঙ্গে সম্পর্কে খবর সকলেই জানতেন। কিন্তু কোথাও গিয়ে যেন তাঁদের মধ্যে বিশ্বাস টলে গিয়েছিল খানিকটা।
29
হাম দিল ডে চুকে সনম ছবির সেটেই তাঁদের প্রথম দেখা। সেখান থেকেই শুরু পথ চলা। এরপর তাঁদের প্রেমকাহিনি তৈরি করেছিল ইতিহাস।
39
তবে সলমন খান মনে করতেন ঐশ্বর্য রাই তাঁর সঙ্গে সৎ ভাবে সম্পর্কে থাকছেন না। হয়তো তাঁর জীবনে রয়েছেন অন্যকেউ।
49
এমন ধারনাই বদলে দিতে থাকল চেনা সলমন খানকে। সকলের সামনেই ঐশ্বর্যের ওপর চরাও হতে শুরু করলেন ভাইজান।
59
একাধিকবার তা মাথা নিচু করে সহ্যও করেছিলেন তিনি। কিন্তু প্রকাশ্যে চড় খাওয়ার পরই যেন বদলে গিয়েছিল সম্পর্কের সমীকরণ।
69
চলতে চলতে ছবির শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন ঐশ্বর্য রাই। সেখানেই হাজির হন সলমন খান।
79
ঐশ্বর্যের ওপর নিজের জোর প্রমাণ করতে গিয়ে তাঁকে তখনই সেট থেকে বেরিয়ে আসতে বলেন সলমন খান।
89
সেই মুহূর্তে রাজি হননি ঐশ্বর্য। স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন তিনি যে তাঁর পক্ষে সেখান থেকে বেরনো সম্ভব নয়। এই কথা বলা মাত্রই সকলের সামনে ঐশ্বর্যকে চড় মেরেছিলেন সলমন খান।
99
মুহূর্তে ঘটনাস্থলে হাজির হয়েছিলেন সলমন খান। পরিস্থিতি সামলে নিয়েছিলেন। কিন্তু সেই ছবির শ্যুটিং-এ তিনি আর কোনও অশান্তি চাননি। ফলে বদলে দিয়েছিলেন ঐশ্বর্যকে। প্রস্তাব পেয়েছিলেন রানি মুখোপাধ্যায়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।
Latest Videos