Hug Day Special- অভিষেক থেকে শাহরুখ, সলমনের এই স্পেশ্যাল Hug মুহূর্তে খবরের শিরোনামে ওঠে

First Published Feb 12, 2021, 12:57 PM IST

সলমন খানের নাামের সঙ্গে জড়িয়ে বলিউডের একাধিক বিতর্কিত অধ্যায়। মাঝে মধ্যেই তিনি নানা অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। আর একবার সলমন মুখ ফেরালে তাঁকে ক্ষমা করা সলমনের ধাতে সয় না। তবে এর ব্যতিক্রমও রয়েছে বটে। 

Today's Poll

অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?