করোনার কোপ, রাধে ছবির মুক্তি ২০২০-তে নয়, সলমনের লক্ষ্যে ২০২১-এর উৎসব
- FB
- TW
- Linkdin
সলমন খান মানেই বক্স অফিসে ঝড়। যদিও সেই সমীকরণ খাটেনি অভিনেতার শেষ মুক্তি পাওয়া ছবি দাবাং থ্রিতে।
এরপরই সলমন খান তাঁর পরবর্তী ছবি রাধে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। উঠেছিল বিগ বস ছেড়ে দেওয়ার কথাও।
পুরো দমে ফেব্রুয়ারী মাসে চলা ছবির শ্যুটিং করোনার কোপে বন্ধ হয়ে যায় মার্চ মাসে। শ্যুটিং চলাকালিন একাধিকবার সকলের নজর কাড়েন ভাইজান।
কখনও প্রকাশ্যে সাইকেল চালিয়ে পৌঁচ্ছে যেতেন সেটে, কখনও আবার শ্যুটিং সেট থেকে সাইকেল করেছেন বিতরণ।
করোনার প্রকোপের শুরুতে বিধি মেনেই চলছিল শ্যুটিং। মাস্ক পড়ে দুরুত্ব বজায় রেখে চলা শ্যুটিং বেশিদিন স্থায়ী হল না। লকডাউনে তা বন্ধ হয়ে গেল।
তবে শ্যুটিং-এর সঙ্গে যুক্ত কলাকুশলিদের পাশে ছিলেন সলমন। কাজ না হলেও নিয়মিত রাধে ছবির সেটের সকলকে দিয়ে গিয়েছেন তিনি পারিশ্রমিক।
তবে চলতি বছরে ভারতের যা পরিস্থিতি তাতে প্রেক্ষাগৃহ খোলার সম্ভাবনা কম। এখনই পুরো দমে শুরু করা সম্ভবপর নয় শ্যুটিং।
তাই ছবির মুক্তি দিন পিছিয়ে গেল। ২০২০ তে নয়, রাধে মুক্তি পাবে ২০২১ সালে উৎসবের মরসুমে। তবে কোন সময় তা এখনও স্থির করা হয়নি।