- Home
- Entertainment
- Bollywood
- বেনামে সুশান্তের সঙ্গে গোপনে বিদেশ ট্রিপ, কীভাবে তা সম্ভব করেছিলেন সারা, কেদারনাথের পরই বেড়েছিল ঘনিষ্ঠতা
বেনামে সুশান্তের সঙ্গে গোপনে বিদেশ ট্রিপ, কীভাবে তা সম্ভব করেছিলেন সারা, কেদারনাথের পরই বেড়েছিল ঘনিষ্ঠতা
- FB
- TW
- Linkdin
সুশান্ত এবং সারার সঙ্গে এই ট্রিপে ছিলেন সিদ্ধার্থ গুপ্তা, কুশাল জনক জাভেরি, আব্বাস, মুস্তাক, আহমেদ শেইখ মুবারক এবং সাবির আহমেদ।
২০১৮ সালের ডিসেম্বর নাগাদ হওয়া এই ট্রিপের ফ্লাইট ডিটেলস প্রকাশ্যে আসতেই উঠে এল নানা তথ্য।
সারা আলি খান বদলে ফেলেছিলেন নিজের নাম। পরিচয় বদলে কীভাবে ভিনদেশে গেলেন সারা।
এই নিয়ে থেকে যাচ্ছে সন্দেহ। আর কেনই বা নাম বদলে গেলেন তিনি। সাবি আহমেদের কথায়, সারা ট্রিপটি গোপন করতে চেয়েছিলেন।
যার জেরে নিজের নাম বদলে ফেলেন ফ্লাইট ডিটেলসে। এমনকি হোটেল থেকে শুরু করে প্রতিটি জায়গায় নিজের নাম বদলেছেন।
সারা সুলতান নামেই সুশান্তের সঙ্গে থাইল্যান্ড ঘোরেন তিনি। সারা চাননি খবরটি প্রকাশ্যে আসুক।
সূত্রের খবর, সংবাদমাধ্যমের কাছে তাঁর এবং সুশান্তের সম্পর্কের কথা পৌঁছক, চাননি সারা। এই ট্রিপের পরই তাঁদের সম্পর্কে ভাঙন ধরে বলে জানা যায়।
সম্প্রতি জানা গিয়েছে, হোটেলরুম থেকে তিন দিন টানা বেরননি তাঁরা। এমনকি সুনামির সতর্কতার জেরে বাকিরা থাইল্যান্ড থেকে তড়িঘড়ি ফিরে গেলেও সুশান্ত-সারা আরও কয়েকদিন রয়ে যান।
যদিও এই সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হয়নি। কিছুদিনের মধ্যেই সবটা পাল্টে যায় নিয়তির খেয়ালে।