গৌরী যদি এই ভুল আর একবার করেন খুব খারাপ হবে, হুমকি দিয়েছিলেন কিং খান
- FB
- TW
- Linkdin
বরাবরই শাহরুখ খান গৌরী কে নিয়ে খুব পজেসিভ। একপ্রকার আগলে রাখতেন তিনি গৌরীকে। গৌরী বয়স তখন 14।
প্রথম দেখাতেই গৌরী কেমন দিয়েছিলেন কিং খান। তবে পুলি উঠতে পারেনি কিছু। দু'তিনবার সাক্ষাতের পর প্রথম ফোন নাম্বার চাওয়ার।
সেখান থেকেই শুরু প্রেম পর্ব। বুড়িকে বিয়ে করা, ঘর বাঁধা, বলিউডে নিজের পায়ে দাঁড়ানো, সত্যি ছিল তখন কিং খানের স্বপ্ন।
ধীরে ধীরে সবটাই যেন বাস্তব হতে শুরু করে। শুরু হল সংসার করা। বেশ ক'টি দিন কাটত গৌরী শাহরুখের।
গজলটি তখন স্ট্রাগেল করছেন কিং খান। প্রতি মুহূর্তে তিনি ভয় ভয় থাকতো, গৌরী তাকে ছেড়ে চলে যাবে না তো।
ডিপ্রেশনের থেকে একটু বেশি এক রাতের বউকে। যে রীতিমতো বিপাকে ফেলত গৌরীকে। একবার রীতিমতো এক শর্ত দিয়ে বসেন শাহরুখ।
সাদা শার্ট পরে গৌরীকে বেশ সুন্দর দেখতে লাগে। ফলে শাহরুখ খান নিয়ম বার করেন, এরশাদ আর পরা যাবে না।
সাদা শার্ট পরে কিং খানের সঙ্গে কোন পার্টিতে গেলে গৌরীর দিকে নজর পড়ে সকলের। তা পছন্দ করতেন না কিং খান।
তাই তিনি গৌরীকে সাফ জানিয়ে দেন, গৌরী আর কোন দিন সাদা শার্ট না পরে। নইলে কিং খান তার সঙ্গে আর থাকবেন না।