- Home
- Entertainment
- Bollywood
- সানি-শাহরুখের ঠান্ডা যুদ্ধে ইতি টানলেন খোদ বাদশাহ, নেপথ্যে নব্বইের ব্লকবাস্টার 'দামিনী'
সানি-শাহরুখের ঠান্ডা যুদ্ধে ইতি টানলেন খোদ বাদশাহ, নেপথ্যে নব্বইের ব্লকবাস্টার 'দামিনী'
- FB
- TW
- Linkdin
১৯৯৩ সালে দামিনী ছবি ব্লকবাস্টার ছিল। সানি দেওল এবং মীনাক্ষী শেষাদ্রির অভিনীত এই ছবি আজও দর্শকের মনের মণিকোঠায়। নব্বইয়ের দশকে দাঁড়িয়ে এমন ছবি তৈরি করতে পারা অবশ্যই সাহসিকতার পরিচয় দিয়েছে।
সেই সুপারহিট ছবি দামিনীর রিমেক করতে চান সানি দেওল। বহুদিন ধরেই এ বিষয় ভাবছেন সানি।
নিজের ছেলে করণ দেওলের সঙ্গে ছবির রিমেক করবে বলেই ইচ্ছা প্রকাশ করেছিলেন সানি।
তবে ছবির রাইটস পড়েছিল শাহরুখ খানের হোম ব্যানার রেড চিলিস এন্টারটেনমেন্টের কাছে।
যে অভিনেতার সঙ্গে টানা ষোলো বছর কথা বলেননি সানি, তাঁর কাছ থেকে দামিনী ছবির রাইটস নেবেন কীকরে।
সানি দেওল স্বয়ং গিয়ে যে ছবির রাইটস চাইবেন না তা শাহরুখ জানতেন। অথচ দামিনী ছবিটি সানির কেরিয়ার জীবনে অন্যতম শ্রেষ্ঠ ছবির মধ্যে একটি।
শাহরুখের কান অবধি রিমেকের খবরটি পৌঁছতেই বিশেষ উদ্যোগ নিয়ে বসলেন কিং খান।
নিজেই ছবির রাইটস নিয়ে পৌঁছে গেলেন সানি দেওলের বাড়িতে, তাও কোনও খবর দেওয়ার আগে নিয়ে।
নিজে হাতে দামিনী ছবির রাইটস দিয়ে এলেন সানি দেওলের কাছে। যদিও সানির সঙ্গে শাহরুখের সঙ্গে দেখা হয়েছিল কিনা সে বিষয় কিছু জানা যায়নি।
শাহরুখের সঙ্গে সানির সম্পর্কের তিক্ততায় ইতি টানলেন খোদ বাদশাহ। তবে সানি কতটা উদ্যোগ নেবেন সে নিয়েই উঠছে প্রশ্ন।