কলেজে কেমন ছিল শাহরুখ খানের রিপোর্ট, প্রকাশ্যে এবার কিং খানের রেজাল্ট
লকডাউনে সোশ্যাল পাড়ায় একের পর এক তারকার রেজাল্ট ঘুরে ফিরছে হাতে হাতে। দীপিকা থেকে শুরু করে একাধিক তারকার পরীক্ষার ফলাফল বেরিয়েছে প্রকাশ্যে। এবার সামনে এল শাহরুখ খানের কলেজের রেজাল্ট। কেমন ছিলেন তিনি কলেজে...
- FB
- TW
- Linkdin
নেট দুনিয়ায় এবার ছড়িয়ে পড়ল কিং খানের কলেজের রেজাল্ট। নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন শাহরুখ তিনি মটেই পড়াশুনা পছন্দ করতেন না।
স্কুল জীবনে একাধিক অভিযোগ আসত তাঁর নামে। এক কথায় বলতে গেলে দুষ্ট ছাত্র বলতে যা বোঝায়, কিং খানের কথায় তিনি ছিলেন তাই।
শিক্ষক-শিক্ষিকাদের চোখের জলে অনায়াসে ভুলিয়ে দিতে পারতেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কী সেই স্বভাব গেছিল কিং খানের, তার প্রমাণ মিলল কলেজের রেজাল্টে।
শাহরুখ খান পড়তেন হংশরাজ কলেজে। দিল্লির এই কলেজ থেকে অর্থনীতিতে তিনি স্নাতক পাশ করেন। এর পর তিনি জামিয়ে মিলিয়া থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়েন।
কয়েক বছর আগেই শাহরুখ খানের কলেজের রেজাল্ট ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। যেখানে দেখা যায় তিনি সর্বোচ্চ একটি বিষয় পেয়েছেন ৯২ ও ইংরেজিতে পেয়েছেন ৫১ নম্বর।
এরপর থেকেই তিনি অভিনয় জগতের দিকে ঝুঁকতে শুরু করেছিলেন। লকডাউনে ভক্তদের হাতে আরও একবার ছড়িয়ে পড়ল সেই রেজাল্ট।
কেবল রেজাল্টই নয়, পাশাপাশি কয়েকদিন আগেই ছড়িয়ে পড়েছিল কিং খানের পাসপোর্ট। প্রথম পাসপোর্টে তাকে যেন চেনাই যায় না।