- Home
- Entertainment
- Bollywood
- কথা দিয়েও রাখেননি শাহিদ, রণবীরের সামনে চুরান্ত অপমানিত হয়ে শো ছাড়েন টকলেট বয়
কথা দিয়েও রাখেননি শাহিদ, রণবীরের সামনে চুরান্ত অপমানিত হয়ে শো ছাড়েন টকলেট বয়
- FB
- TW
- Linkdin
এই ছবিকে ঘিরে প্রথম থেকেই দর্শকদের মনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। যেমন অভিনয় তেমনই ছিল উপস্থাপনা।
নিজের একশো শতাংশ নিংরে দিয়েছিলেন শাহিদ কাপুর। ফলে আশাও করেছিলেন বেশ খানিকটা।
একই বছর খবরের শিরোনামে উঠে আসে গল্লি বয়। এই ছবি গিয়েছিল অস্কার দৌরে। সেই সূত্রেই কড়া টক্করে সামিল হয় দুই তারকা।
স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় সেরা অভিনেতার পুরষ্কার দেওয়া হবে শাহিদকে।
এর বদলেই তিনি এই অনুষ্ঠানে নাচের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে বাস্তবে তেমন হল না।
শাহিদের সামনেই এই পুরষ্কার উঠে গেল রণবীর কাপুরের হাতে। তা দেখেই মেজাজ হারালেন শাহিদ কাপুর।
মুহূর্তে তিনি শো ছেড়ে বেরিয়ে গেলেন। কথা মত অনুষ্ঠানও এদিন করেননি তিনি।
এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে, আর নেট দুনিয়ায় ভাইরাল হয়ে ওঠেন শাহিদ কাপুর। যদিও তাঁর মতে কথা রাখেনি স্টার।
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।