- Home
- Entertainment
- Bollywood
- 'কঠিন পরিস্থিতিতে ডিপ্রেশনে মরেই যেতাম', লকডাউনে মুখ খুললেন অভিনেত্রী শামা
'কঠিন পরিস্থিতিতে ডিপ্রেশনে মরেই যেতাম', লকডাউনে মুখ খুললেন অভিনেত্রী শামা
| Published : Apr 15 2020, 12:56 PM IST
'কঠিন পরিস্থিতিতে ডিপ্রেশনে মরেই যেতাম', লকডাউনে মুখ খুললেন অভিনেত্রী শামা
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
19
লকডাউনের জেরে ঘরবন্দি হয়ে রয়েছেন ছোটপর্দার অভিনেত্রী শামা সিকন্দর।
29
লকডাউন পরিস্থিতে শামা জানিয়েছেন, এই কঠিন সময়ে একা থাকা তার পক্ষে সম্ভব ছিল না। ডিপ্রেশনে মরে যেতেন অভিনেত্রী।
39
যদিও এই কঠিন সময়ে তাকে একা থাকতে হচ্ছে না। তার প্রেমিক জেমস মিল্লিরন তার সঙ্গেই রয়েছেন।
49
ব্যবসার কাজে বাইরেই যেতে হয় জেমসকে। কিন্তু কঠিন সময়ে আপাতত তার সঙ্গেই রয়েছেন জেমস।
59
জেমস এই সময়ে না থাকলে সত্যি তার একা থাকা খুব কঠিন হয়ে যেত। তিনি কোনওভাবেই এই পরিস্থিতি সামলাতে পারতেন না।
69
মারণ ভাইরাস নিয়ে ভীষণই ভয়ে রয়েছেন ছোটপর্দার এই অভিনেত্রী। সত্যিই খুব ভয় লাগছে অভিনেত্রীর জানিয়েছেন শামা।
79
নিজের পরিবারের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে রয়েছেন শামা। বর্তমান পরিস্থিতিতে সেটা আরও বেশি ভয়ের কারণ হয়ে দাড়িয়েছে
89
হাসি-খুশি থাকা শামা ভীষণ ভাবেই মানসিক চাপে রয়েছেন , যা তিনি নিজেই খোলসা করে বলেছেন।
99
কোয়ারেন্টাইনে শরীরচর্চা ও যোগাসম করেই নিজের শরীর ও মনকে তিনি সুস্থ রাখার চেষ্টা করছেন। তার সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছে প্রেমিক জেমস।