- Home
- Entertainment
- Bollywood
- ছবিতে স্পষ্ট বক্ষ বিভাজিকা, তীব্র শরীরী আকর্ষণ, ২০ বছরের মেয়ের মা শ্বেতা তিওয়ারির হট লুক
ছবিতে স্পষ্ট বক্ষ বিভাজিকা, তীব্র শরীরী আকর্ষণ, ২০ বছরের মেয়ের মা শ্বেতা তিওয়ারির হট লুক
- FB
- TW
- Linkdin
তাঁর মেয়ে পলক চৌধুরীর বয়স ২০ বছর হলেও মায়ের হট লুক এখনও অটুট। হিন্দি জনপ্রিয় ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কি’-তে অভিনয় করে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেন শ্বেতা।
২০০১ সাল থেকে ওই ধারাবাহিক চলেছিলে ২০০৮ সাল পর্যন্ত। এছাড়াও বহু হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন শ্বেতা। জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ-বস সিজেন ৪-এর বিজেতা তিনি।
বর্তমানে ‘খতরো কে খিলাড়ি’ সিজেন ১১তে প্রতিযোগী হিশেবে অংশ নিয়েছেন অভিনেত্রী। বরাবরই তাঁর হট লুক অনুরাগীদের মনে ঝড় তুলত।
সোশ্যাল মিডিয়াতে বেশ একটিভ অভিনেত্রী। নিজের বিভিন্ন ফোটোশুটের ছবি ভক্তদের শেয়ার করেন শ্বেতা। সম্প্রতি ইনস্টাগ্রামে ফোটোশুটের কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
শ্বেতা-এর এইসব ছবি দেখে কুপোকাত সকলেই। ৪০ পেরিয়ে গেলেও এখনও নিজের হট লুকে অটুট তিনি। শ্বেতাকে দেখে সত্যি চোখ সরানো যাচ্ছে না।
ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী জানান, যদি সম্ভব হয় সব নিয়ম ভেঙে ফেলুন। এর জন্য কখনও ক্ষমা চাইবেন না।
অভিনেত্রীর এই পোস্ট ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। পোস্টে কমেন্টও এসেছে ঝুরি ঝুরি। ৪০ বছরের শ্বেতার এই হট অবতার দেখে মুগ্ধ সকলেই।
কেউ কমেন্ট করেছেন, ‘হটেস্ট মম’। আবার এক নেটাগরিক কমেন্ট করেছেন, শ্বেতা আপনি কি কখনও বুড়ো হবেন না। অভিনেত্রীর পোস্ট করা ছবির প্রতিটি পরতে রয়েছে উষ্ণতার ছোঁয়া। ছবিতে স্পষ্ট বক্ষ বিভাজিকা।
কখনও মুখে আঙুল আবার কখনও তীব্র শরীরী আকর্ষণ। সবমিলিয়ে ৪০ বছরের শ্বেতার এই হট এবং সেক্সি অবতারে কুপোকাত সকলেই। হিন্দি ধারাবাহিক ছাড়াও বেশ কিছু মারাঠি, নেপালি, ভোজপুরি সিনেমাতেও অভিনয় করতে দেখা যায় তাঁকে।