- Home
- Entertainment
- Bollywood
- সাদা পোশাকে উন্মুক্ত ক্লিভেজে ছবি পোস্ট সোনার, স্টিরিওটাইপ নিয়ে কড়া জবাব গায়িকার
সাদা পোশাকে উন্মুক্ত ক্লিভেজে ছবি পোস্ট সোনার, স্টিরিওটাইপ নিয়ে কড়া জবাব গায়িকার
- FB
- TW
- Linkdin
গায়িকা হিসেবে পরিচিতি থাকলেও মিটু নিয়ে সরব হয়েছিলেন গায়িকা সোনা মহাপাত্র। তারপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। মিটুর রেশ কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ার শিরোনামে ফের উঠে এসেছেন সোনা।
প্রত্যেকটি মানুষের মধ্যে নিজস্ব সৌন্দর্য রয়েছ, আর সেই সৌন্দর্যকে বরাবর প্রাধান্য দিয়েছেন সানা।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সাদা পোশাকের উন্মুক্ত ক্লিভেজে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জনপ্রিয় গায়িকা।
ছবিগুলির সঙ্গে ছোটবেলার অভিজ্ঞতাও শেয়ার করেছেন গায়িকা। সানা জানিয়েছেন, ছোটবেলায় আমার বোনেরা আমার পেট নিয়ে মজা করত।
খেলাধূলা, ঘোড়ায় চড়া, সবতেই বেশ অ্যাক্টিভ ছিলেন সানা। তবে কোনওদিনই বোনেদের মতো ফ্ল্যাট বেলি ছিল না অভিনেত্রীর। আর এইগুলি নিয়ে কোনওদিনই মাথা ঘামাতেন না সানা। আর এখনও তেমনটাই করেন।
খেলাধূলা, ঘোড়ায় চড়া, সবতেই বেশ অ্যাক্টিভ ছিলেন সানা। তবে কোনওদিনই বোনেদের মতো ফ্ল্যাট বেলি ছিল না অভিনেত্রীর। আর এইগুলি নিয়ে কোনওদিনই মাথা ঘামাতেন না সানা। আর এখনও তেমনটাই করেন।
নিজের চেহারা যেমনই হোক না কেন, যে পোশাক তাকে মানান না, সেটা যেমন তিনি পরেন না তেমনই, সাজ কিংবা পোশাক সবেতেই তিনি ব্যক্তিত্বের ছাপ বজায় রাখেন।
কালো বিকিনিতে সমুদ্র সৈকতে উত্তাপ ছড়িয়েছিলেন গায়িকা সোনা মহাপাত্র। ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ্যে ট্রোলের শিকারও হয়েছিলেন সোনা।
যদিও নেটিজেনদের কোনও কথাই পাত্তা দেননি তিনি। রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে সব কটুক্তির জবাব দিয়েছিলেন সোনা। এবং সমালোচনার পর আবারও বেশ কয়েকটি ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।