- Home
- Entertainment
- Bollywood
- জন্মের আগে ঠিক হয়ে গেছে পদবি, বাবা না মা কার পরিচয়ে সন্তানকে মানুষ করবেন অন্তঃসত্ত্বা সোনম
জন্মের আগে ঠিক হয়ে গেছে পদবি, বাবা না মা কার পরিচয়ে সন্তানকে মানুষ করবেন অন্তঃসত্ত্বা সোনম
- FB
- TW
- Linkdin
মা হতে চলেছেন সোনম কাপুর। সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই এমন কানাঘুষো শোনা যাচ্ছিল বহুদিন ধরেই। সাত মাস আগেই সোনমের বোন রিয়া কাপুরের বিয়ের অনুষ্ঠান থেকে জোর জল্পনা শুরু হয়েছিল। সোনমের (Sonam Kapoor) পোশাক পরার কায়দা দেখেই অনুরাগীদের মনে প্রশ্ন উঠেছিল, সোনম কি অন্তঃসত্ত্বা?
তবে সোনমের পোস্ট করা ছবির পরও জল্পনা থামছিল না। কালো রঙের ঢিলেঢালা পোশাকে তার ছোট্ট বেবিবাম্প নজর এড়ায়নি নেটিজেনদের। যদি তখন থেকেই মুখে কুলুপ এঁটে ছিলেন সোনম কাপুর (Sonam Kapoor)। এবার জল্পনায় জল ঢাললেন সোনম কাপুর। মা হওয়ার সুখবর নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন নায়িকা।
ফের সুখবর বলিউডে। চলতি বছরেরর সেপ্টেম্বর মাসেই মা হতে চলেছেন অনিল কন্যা সোনম কাপুর। মা হওয়ার সুখবর নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন নায়িকা। মা হওয়ার খবর দেওয়া মাত্রই শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা (Sonam Kapoor) ।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার বেশ কিছু ছবি শেয়ার করেছেন সোনম কাপুর। যেখানে দেখা গেছে, কালো রঙের লো নেক পোশাকে বেরিয়ে রয়েছেন স্তনের একাংশ। স্বামী আনন্দ আহুজার কোল বেবিবাম্প ধরে শুয়ে রয়েছেন সোনাম কাপুর। চোখে মুখে স্পষ্ট মাতৃত্বের আভা। শরীরেও বদল এসেছে অনেক। স্বামীর কোলে শুয়ে বেবিবাম্প ধরেই ছবিতে একের পর এক পোজ দিয়েছেন বলি অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor)। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়
জন্মের আগেই সন্তানের পদবি ঠিক করে রেখেছিলেন সোনম কাপুর। আহুজা না কাপুর কোন পরিচয়ে সন্তানকে বড় করবেন অন্তঃসত্ত্বা সোনম, নিজেই জানালেন বলিউডের নতুন মা। বরাবরই স্পষ্টবাদী সোনম কাপুর। নিজের মতামতকে স্পষ্ট ভাষায় বলতে দুবারও ভাবেননি সোনম কাপুর (Sonam Kapoor) । বিভিন্ন সাক্ষাৎকারে নারীবাদী স্বস্তার প্রমাণও রেখেছেন অনিল কন্যা সোনম কাপুর।
এক সাক্ষাৎকারে সোনম (Sonam Kapoor) নিজেই জানিয়েছিলেন, যে তিনি তার স্বামীর সঙ্গে আগে থেকেই আলোচনা করে রেখেছিলেন ভবিষ্যতে তাদের আগত সন্তানের পদবি কি হবে। এবং আলোচনার শেষে তারা ঠিক করেছিলেন সন্তানের পদবি রাখা হবে সোনম আহুজা। তার কারণও ব্যাখা করেছিলেন অনিল কন্যা।
সোনম (Sonam Kapoor) জানিয়েছিলেন, বিয়ের পর তিনি তার স্বামীর পরিবারের অংশ হয়েছেন অন্যদিকে তার স্বামী আনন্দও সোনমের পরিবারের অংশ হয়েছেন। এবং সেই কারণেই বিয়ের পর নিজের নাম বদলে সোনম কাপুর আহুজা করে ফেলেছিলেন। তবে তিনি একা নন স্বামী আনন্দও নিজের নাম বদলে রেখেছিলেন আনন্দ সোনম আহুজা। তাই তাদের সন্তানের নামের সঙ্গে জুড়ে থাকবে সোনম আহুজা।
বলিউডে প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে অভিনয়ে নিজের জায়গা না পাকালেও সেক্সি বোল্ড অবতারে এবং ফ্যাশন স্টেটমেন্টে ভক্তদের রাতের ঘুম উড়িয়ছেন বলি ডিভা সোনম কাপুর (Sonam Kapoor)। এবার অন্তঃসত্ত্বা অবস্থাতেই হট ফোটোশ্যুটে ভক্তদের নজর কাড়লেন সোনম কাপুর।
টিনসেল টাউনের ফ্যাশন আইকন হলেন সোনম কাপুর। বলি অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor) ফ্যাশন স্টেটমেন্টে সর্বদাই খবরের শিরোনামে থাকেন। বুক চেরা ফ্যাশন, অন্তর্বাস না পরে হট পোজ একাধিকবার উপস মোমেন্টেও নজর কেড়েছে অনিল কন্যা।
বেবিবাম্পের রোম্যান্টিক পোজে সোনমকে (Sonam Kapoor) দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। আগত সন্তানের উদ্দেশ্যে একটি সুন্দর ক্যাপশনও লিখেছেন সোনম কাপুর। যেখানে লেখা, চারটি হাত, তোমাকে যত্ন করে বড় করার জন্য আর দুটি হৃদয়। তোমার সঙ্গে এক তালে হৃদকম্পন চলবে। একটি মাত্র পরিবার, তোমাকে ভালবাসবে এবং সর্বদা তোমার পাশে থাকবে,তোমার জন্য অপেক্ষায় রয়েছি আমরা। মুহূর্তে এই পোস্ট ভাইরাল হয়েছে।