- Home
- Entertainment
- Bollywood
- দীপিকার ফিগার দেখানো নিয়ে বিস্ফোরক সোনাম, কী ধরনের পোশাক পরা উচিত, বাতলালেন অনিলকন্যা
দীপিকার ফিগার দেখানো নিয়ে বিস্ফোরক সোনাম, কী ধরনের পোশাক পরা উচিত, বাতলালেন অনিলকন্যা
- FB
- TW
- Linkdin
সোনাম কাপুর মানেই বলিউডের ফ্যাশন আইকন। যাঁর ফ্যাশনের সেন্স গোটা বিশ্ব জুড়ে খ্যাতনামা।
সেই সেলেবের মুখেই দীপিকার চর্চা। সোনাম ও দীপিকা কোনও দিনই ভালো বন্ধু ছিলেন না।
তাঁরা একে অন্যকে কটাক্ষ করেই বরাবর বিটাউনে ঝড় তুলেছেন। তাই সোনামের নিশানাতে যে দীপিকা থাকবে সেটাই স্বাভাবিক।
একবার সোনাম কাপুরকে দীপিকার পোশাক নিয়ে প্রশ্ন করা হয়। তবে অবাক করে এদিন উল্টো উত্তর দিয়ে বসেন সোনাম।
তার কথায় দীপিকার পার্ফেক্ট বডি রয়েছে। তাই তাঁর ভেবে চিন্তে পোশাক পরা উচিৎ।
দীপিকার ফিগার শো করা নিয়ে তিনি বলেন, দীপিকার এমন পোশাক পরা উচিত যাতে শরীরের বেশিরভাগ অংশটাই উন্মুক্ত থাকে।
কারণ তাঁকে এই ধরনের পোশাক মানায়, তাঁর পার্ফেক্ট ফিগারের জন্য। দীপিকা যদিও এই নিয়ে কোনও মন্তব্যই করেননি।
পিকু অভিনেত্রী বেশিরভাগ সময়ই নিজেকে খোলামেলা পোশাকে রাখতে পছন্দ করেন না। খুব একটা খোলামেলা পোশাকে ক্যামেরার বাইরে তাঁকে পাওয়া যায় না।
সেই প্রসঙ্গ টেনেই এমন উপদেশ দিয়েছিলেন সোনাম কাপুর। যা শুনে বেজায় অবাক হয়েছিল ভক্তমহল।