পরিযায়ী শ্রমিকদের জন্য সুখবর, এবার কর্মসংস্থানের ব্যবস্থায় সোনু নয়া অ্যাপ
- FB
- TW
- Linkdin
পর্দার পরিচিতিকে ছাপিয়ে গেলেন অভিনেতা সোনু সুদ। একের পর এক তাঁর মানবিক উদ্যোগে মুগ্ধ গোটা দেশ। পরিযায়ী শ্রমিকদের পাশে রয়েছেন তিনি, জানালেন আরও একবার।
লকডাউন হওয়ার পরই বিভিন্ন প্রান্তে আটকে পড়েছিলেন পরিযায়ী শ্রমিকেরা। সেখান থেকে পায়ে হেঁটে বা রেললাইন ধরে হেঁটে বাড়ির ফেরার চেষ্টা করছিলেন তাঁরা।
তাতেই একের পর এক বিপত্তি হচ্ছিল সর্বত্র। তা দেখা মাত্রই তাঁদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছিলেন সোনু সুদ। তবে এক বা দুজনকে নয়। প্রতিটা মানুষকে বাড়ি ফেরানোর ব্রত নিয়েছিলেন তিনি।
সেই মত চালু করেছিলেন হেল্পলাইন নম্বর। বিমান পথে, বাসে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়েছিলেন তিনি।
তবে এই পরিস্থিতিতে বাড়ি ফিরে পরিযায়ী শ্রমিকেরা কীভাবে দিন কাটাবেন তা ভাবতে ভুললেন না সোনু সুদ।
এবার চালু করলেন একটি অ্যাপ। সেখান থেকেই চাকরীর ব্যবস্থা করবেন তিনি। দরিদ্র, পরিযায়ী শ্রমিক, আর্থিক সংকটে ভোগা মানুষগুলো অনায়াসে এই অ্যাপ দিয়ে পেযে যাবেন কাজের খবর।
এই অ্যাপের নাম দিয়েছেন প্রবাসী রোজগার। বড় বড় সংস্থা থেকে শুরু করে সরকারি কাজের খবর থাকবে সব তথ্য।
এখান থেকেই মানুষের কাছে পৌঁচ্ছে যাবে খবর। আর্থিক সমস্যা মিটবে সকলের। চাকরি হারিয়ে নিজ রাজ্যে ফিরে দিশে হারা পরিযায়ী শ্রমিকদের পাশে আরও একবার সোনু সুদ।