- Home
- Entertainment
- Bollywood
- কখনও উন্মুক্ত ক্লিভেজ, কখনও আবার ভাইব্রেটর ব্যবহারে যৌন উত্তেজনা, বলিউডে পা রেখেই ভাইরাল বোল্ড কিয়ারা
কখনও উন্মুক্ত ক্লিভেজ, কখনও আবার ভাইব্রেটর ব্যবহারে যৌন উত্তেজনা, বলিউডে পা রেখেই ভাইরাল বোল্ড কিয়ারা
- FB
- TW
- Linkdin
বলিউডের এখন হট ডিভা কিয়ারা আডবানি। একের পর এক ছবির প্রস্তাব এখন তাঁর হাতে। কবীর সিং ছবি থেকে জনপ্রিয়তা অর্জন করেছিলেন কিয়ারা।
একের পর এক অনবদ্য চরিত্রে অভিনয় করে কিয়ারা এখন তাক লাগাছেন সিনে পাড়ায়। কিয়ারার সম্প্রতি মুক্তি পাওয়া ছবি লাস্ট স্টোরিজ-এর চরিত্রও সেই তালিকাভুক্ত।
এই দৃশ্য শ্যুটিং -এর আগের দিন সারা রাত চিন্তায় কাটে কিয়ারার। কীভাবে তিনি ফুঁটিয়ে তুলবেন চরিত্র। নেহা ধুপিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে খোলসা করেছিলেন পার্ফেক্ট শর্টের রহস্য।
নেহা একটি চ্যাট শো-তে কিয়ারাকে এই দৃশ্য নিয়ে প্রশ্ন করেছিলেন। কিয়ারা জানিয়েছিলেন, করণ জোহার তাঁকে জানিয়ে দিয়েছিলেন কীভাবে অভিনয় করতে হবে।
করণ আরও বলেছিলেন বলেছিলেন, কিয়ারা যেন না হাসেন, চরিত্র দেখতে যেন একদম আসল লাগে। সেটা মাথায় রেখেই আগের দিন গুগুলে সার্চ করেছিলেন কিয়ারা।
জেনেছিলেন কীভাবে ব্যবহার করতে হয় ভাইব্রেটর। তারপরই শ্যুট হয়েছিল পার্ফেক্ট। যদিও এই দৃশ্যের সব থেকে মজার অংশ ছিল কাভি খুশি কাভি গম ছবির মিউজিক।
এখানেই শেষ নয়, যে কোনও চরিত্র সমান তালে ভারসাম্য বজায় রেখেই ফুঁটিয়ে তোলার ক্ষমতা রাখে কিয়ারা।
পাশাপাশি কিয়ারার হট লুক মুহূর্তে হয়ে ওঠে ভক্তমহলে ভাইরাল।