- Home
- Entertainment
- Bollywood
- সুশান্তের ৫০ টি সিমের মধ্যে কোনটাই তাঁর নামে নয়, একটি সিম সিদ্ধার্থের নামে, জানাল বিহার পুলিশ
সুশান্তের ৫০ টি সিমের মধ্যে কোনটাই তাঁর নামে নয়, একটি সিম সিদ্ধার্থের নামে, জানাল বিহার পুলিশ
- FB
- TW
- Linkdin
অনেকের মতে রিয়ার ভয়ে সিম বদলাতেন সুশান্ত। যদিও তাঁর এই সিম বদলানোর আসল কারণ এখনও জানা যায়নি। সম্প্রতি বিহার পুলিশ এই বিষয়টি খতিয়ে দেখেছেন।
সুশান্ত যে একাধিক সিম কার্ড নিয়েছিলেন তার মধ্যে একটিও তাঁর নাম রেজিস্টার্ড ছিল না। প্রায় পঞ্চাশটির মত সিম কার্ড অথচ একটিও সুশান্তের নামে নয়।
বরং অতগুলি সিমের মধ্যে একটি ছিল সিদ্ধার্থ পিঠানির নামে রেজিস্টার্ড। সিদ্ধার্থ ছিলেন সুশান্তের ফ্ল্যাটমেট। যিনি শেষ সময় অবধি সুশান্তের বাড়িতেই ছিলেন।
সিদ্ধার্থের বিরুদ্ধে নেটিজেন আওয়াজ তুলেছে সম্প্রতি। সুশান্তের আত্মহত্যার যুক্তি মানতে নারাজ ভক্তরা। এই সিদ্ধার্থ সুশান্তের সঙ্গে তাঁর মৃত্যুর আগের দিন রাতে ছিলেন। সম্প্রতি তিনি মুম্বই পুলিশকে জানিয়েছেন, তিনি সুশান্তকে এক বন্ধুর মাধ্যমে চিনতেন।
বিহার পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখছেন। সমস্ত কল রেকর্ড খতিয়ে দেখা শুরু হয়ে গিয়েছে। বিহার পুলিশ ইতিমধ্যে জোর কদমে তদন্তে নেমে পড়েছে।
পেশাগত সম্পর্ক ছিল সুশান্তের সঙ্গে। নিজেকে সুশান্তের ভাল বন্ধু হিসাবে অস্বীকার করেছেন সিদ্ধার্থ। এছাড়া রিয়ার বিরুদ্ধেও হালকা সুর তুলেছেন তিনি। রিয়াকে চিনতেন না বলেই দাবি তাঁর। অথচ লকডাউন পিরিয়ড ও তাঁর আগের রিয়ার প্রায় সমস্ত পোস্টই সিদ্ধার্থের তোলা।
সিদ্ধার্থ এবং রিয়ার সম্পর্ক নিয়ে এবার উঠছে নানা প্রশ্ন। সন্দেহ প্রকাশ করে চলেছে নেটিজেনরা। সিদ্ধার্থের সঙ্গে রিয়ার অবৈধ সম্পর্কের প্রসঙ্গ তোলে তারা। নেটিজেনের কথায়, রিয়ার সুশান্তের সঙ্গে থাকাকালীন, তাঁর উপর ঘনঘন অত্যাচার করেছেন, তাঁর টাকা পয়সা নিয়ে নয়-ছয় করেছেন।
এদিকে সিদ্ধার্থের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিলেন। সুশান্তের বাড়িতে তাঁর প্রেমিকা থাকাকালীন কেন ছিলেন সিদ্ধার্থ, প্রশ্ন তাদের। সুশান্তের বাড়িতেই নিজের সমস্ত ফোটোশ্যুট এবং ভিডিও করতেন অথচ তা সবই করতেন সিদ্ধার্থ।