- Home
- Entertainment
- Bollywood
- 'এই লাইনে আমি নাচব না, কথা পাল্টান', সুস্মিতার দাবিতেই বদলেছিল হিট গানের লিরিক্স
'এই লাইনে আমি নাচব না, কথা পাল্টান', সুস্মিতার দাবিতেই বদলেছিল হিট গানের লিরিক্স
সিনে জগত মানেই সেখানে ভরপুর বিনোদন। যতটা প্রভাব থাকে ছবির গল্পে, অভিনয়ে, ঠিক ততটাই সাধারণকে মাতিয়ে তোলে ছবির গান। গল্পে থাকা গান কিংবা সংলাপ যখন অভিনেতা-অভিনেত্রীরা বলে থাকেন, তখন তাঁর দায়বদ্ধতা থেকে যায় দর্শকদের ওপর, সেই ভুমিকাতেই নজর কেড়েছিলেন সুস্মিতা সেন।

সেলিব্রিটি মানেই সাধারণের কাছে এক কথায় আইডল। তাঁর ওঠা-বসা, স্টাইল স্টেটমেন্ট সবই যেন এক কথায় আদর্শ।
সেই কথা মাথায় রেখে কতজন নিজের কাজ করে থাকেন তা নিয়ে প্রশ্ন ওঠে বইকি। কিন্তু সুস্মিতা সেন যে তাঁদের ব্যতিক্রম তা তিনি নিজেই প্রমাণ করেছিলেন।
পছন্দসই কাজ না হলে তাঁকে দিয়ে করানো এক কথায় অসম্ভব। গান থেকে শুরু করে ছবি, প্রতিটা বিষয় খুঁটিয়ে দেখেন তিনি।
একবার এক হিট গানের সংলাপই বদল করতে হয়েছিল সুস্মিতার দাবিতে। ফিজা হৃত্বিক রোশনের দ্বিতীয় ছবি ছিল।
সেই ছবিতেই বিখ্যাত গান মেহবুব মেরেতে নাচ করেছিলেন সুস্মিতা। কিন্তু মাঝ পথেই থেমে যান তিনি। পছন্দ হয়নি গানের লাইন।
কথায় ছিল গরমি লে মেরে সিনে সে... এই বাক্যে লিপ্সিং করতে নারাজ ছিলেন বলিউড ডিভা। যার ফলে সেই গানের লাইন পাল্টাতে বাধ্য হয়েছিল টিম।
পাল্টে গানের লাইন হয়েছিল নরমি লে মেরে আঁখো সে। সুস্মিতা জানিয়েছিলেন, তিনি এই গানের লাইন না বদল করলে ছেড়ে দেবেন সেই কাজ।
সুস্মিতার এই দায়িত্ব বোধই প্রমাণ করেছিল তাঁর কাজের প্রতি শ্রদ্ধা ও নিষ্ঠা। পাশাপাশি প্রমাণ মিলেছিল নিজের কাজে তিনি কতটা কঠোর ও সংবেদনশীল।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।