সত্যিই কি একই বাড়িতেই রয়েছেন টাইগার -দিশা, মুখ খুললেন কৃষ্ণা
- FB
- TW
- Linkdin
টাইগার শ্রফ ও দিশা পাটানিকে নিয়ে রীতিমতো চর্চিত বি-টাউন।
লকডাউনের মধ্যেও তারা একসঙ্গে থাকছেন এই খবরে উত্তাল হয়েছে টিনসেল টাউন।
টাইগারের বোনের সঙ্গে সাজগোজ, বাজার যাওয়া সবেতেই দেখা যাচ্ছে দিশাকে। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়েছে।
সম্প্রতি সমস্ত জল্পনায় জল ঢেলে মুখ খুললেন টাইগার শ্রফের বোন কৃষ্ণা।
কৃষ্ণা জানিয়েছেন তাদের পরিবারের সঙ্গে বরাবরই ভীষণ ভাল সম্পর্ক দিশার। বিশেষ করে দিশা তার বন্ধুর মতোন।
টাইগারের পরিবারের একেবারে কাছেই নিজের বাড়িতেই রয়েছেন দিশা। আর সেই কারণেই দিশার সঙ্গে কৃষ্ণার দেখা হচ্ছে।
কৃষ্ণার সাজগোজ থেকে টাইমপাস, মনের কথা শেয়ার করার প্রকৃত বন্ধুই দিশা। এমনকী টাইগারের মায়ের সঙ্গেও দিশার সম্পর্কও খুব ভাল।
কৃষ্ণা আরও জানান, লকডাউনে তারা বাজার করা থেকে টাইমপাস সবটাই একসঙ্গে করছেন।
শরীরচর্চাতেও যথেষ্ঠ ফ্রিক দিশা আর কৃষ্ণা। তাই এই লকডাউনে একসঙ্গে শরীরচর্চাও করছেন দুজনে। রাতের ডিনারও একসঙ্গে করছেন বলিউডের এই চর্চিত কাপল।
যদিও বলিউডে কান পাতলেই তাদের সম্পর্ক নিয়ে এখনও চর্চা শোনা যায়।
সম্প্রতি 'বাগি ৩' ছবিতে দেখা গেছে বলিউডের এই জুটিকে।